সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন

এশিয়া কাপের শুরুতেই জোর বিতর্ক, ফের কাঠগড়ায় সেই মদনগোপাল

এশিয়া কাপের শুরুতেই জোর বিতর্ক, ফের কাঠগড়ায় সেই মদনগোপাল

স্পোর্টস ডেস্ক:

জোর বিতর্ককে সঙ্গী করেই শুরু হলো এশিয়া কাপ ২০২২। প্রথম ম্যাচের দ্বিতীয় ওভারেই তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল শ্রীলঙ্কা শিবিরকে।

পাথুম নিশঙ্কাকে টেলিভিশন রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার আউট ঘোষণা করার পরেই পুরোপুরি ক্ষুব্ধ দেখায় শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউডকে। সাজঘরে শ্রীলঙ্কার ক্রিকেটাররা তো বটেই, এমনকি গ্যালারির দর্শকদেরও হতবাক দেখায় তৃতীয় আম্পায়ার মদনগোপালের সিদ্ধান্তে।

ম্যাচের ১.৬ ওভারে নবি উল হকের বলে জোরালো শট নেয়ার চেষ্টা করেন নিশঙ্কা। যদিও বল তার ব্যাটের পাশ দিয়ে উইকেটকিপার রহমানউল্লাহর দাস্তানায় চলে যায়। ফিল্ড আম্পায়ার অনিল চৌধুরী আফগানিস্তানের আবেদনে সাড়া দিয়ে আঙুল তোলেন। তবে তৎক্ষণাৎ রিভিউ নেন ব্যাটসম্যান।

টেলিভিশন রিপ্লে দেখে বোঝার উপায় ছিল না নিশঙ্কা যথাযথ আউট হয়েছেন কিনা। বল ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় আল্ট্রা এজে প্রায় কিছুই ধরা পড়েনি। গ্রাফের অতি সামান্য নড়াচড়াতেই নিশঙ্কাকে আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার জয়রমন মদনগোপাল।

তৃতীয় আম্পায়ারের এমন সিদ্ধান্তকে হতাশাজনক আখ্যা দেয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ম্যাচে অজিঙ্কা রাহানে ব্যাট করার সময় পরপর ৩ বলে ভুল সিদ্ধান্ত জানিয়ে হাসির খোরাক হয়েছিলেন আম্পায়ার মদনগোপাল।
সূত্র : হিন্দুস্তান টাইমস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877