শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন

বেনাপোলে বন্দরে আমদানি-রফতানি বন্ধ……!

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯

স্বদেশ ডেস্ক: ভারতের ট্রাক মালিক সমিতি ও ট্রান্সপোর্ট মালিক সমিতির ডাকা ধর্মঘটের কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। ৩০ জুলাই সকাল ৬টা থেকে দু-দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। মালিক সমিতির অভিযোগ বেনাপোল স্থলবন্দরে কর্মরত নাইট গার্ড, হ্যান্ডলিং শ্রমিক ও সিএন্ডএফ এজেন্ট কর্মচারী কর্তৃক বেনাপোল স্থলবন্দরে ভারতীয় ট্রাক ড্রাইভারদের নিকট থেকে অতিরিক্ত বকশিস আদায়ের নামে তাদেরকে হয়রানি ও নির্যাতন করা হচ্ছে। প্রতিবাদে ও এর প্রতিকারের দাবিতে স্থলবন্দর দিয়ে আমদানি কার্যক্রম বন্ধ রেখেছে। ভারতীয় ট্রাক ড্রাইভার শ্যামল চক্রবর্তী জানান, আমদানি পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশের পর বেনাপোল বন্দরে বিভিন্ন সংগঠনের কাছে নানান ভাবে হয়রানি হতে হয়। তারা বকশিস এর নামে জোর করে টাকা আদায় করে। এ সব সমস্যা সমাধান না হলে কোন পণ্যবাহী ট্রাক বাংলাদেশে যাবে না বলে বাংলাদেশি ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এসোসিয়েশনের বন্দর বিষযক সম্পাদক কামাল হোসেন জানান, ভারতের ট্রাক মালিক সমিতি ও ট্রান্সপোর্ট মালিক সমিতির ডাকা ধর্মঘটের কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ