বিনোদন ডেস্ক: প্রায় এক মাস আগে সুদূর তুরস্কের মাটিতে দারুন একটা রূপকথার জন্ম হয়েছিল। আর পূর্ণতা পেয়েছিল একটা স্বপ্ন। গেলো ১৯ জুন সাত পাকে বাঁধা পড়েছিলেন নিখিল-নুসরাত। দারুন আলোচিত ছিল এই জুটির বিয়ে। শুধু পুরো ভারত নয়, পৃথিবীর বিভিন্ন দেশে আলোচিত হয়ে উঠেছিল নিখিল নুসরাত জুটির অমন ব্যতিক্রমী আযােজনের বিয়ে।
নুসরাত, হ্যাঁ, কলকাতার বাংলা চলচ্চিত্রের জনপ্রিয গ্ল্যামার গার্ল আর তৃণমূল সাংসদ। তিনি প্রেমিক নিখিলের সঙ্গে ঘটা করে বিয়ে সেরে কলকাতায ফিরেই অবশ্য নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন। কিছুদিন আগেই জাতীয নির্বাচনে নির্বাচিত তারকা সাংসদ নুসরাত। দিল্লিতে গিয়ে শপথ নিয়েছন। পাশপাশি নিজের কেন্দ্রের বিভিন্ন প্রশাসনিক কাজেও ব্যস্ত ছিলেন নুসরাত।
বিযরে পর শেষমেশ গেলো ৪ জুলাই কলকাতার একটি অভিজাত হোটেলে রিসেপশনের আয়োজন করেছিলেন এই নবদম্পতি। তাতে উপস্থিত ছিলেন বহু হেভিওযটে তারকা। বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই রয়েছেন নুসরাত। পাকা গৃহিণীর মতো সুখে ঘরকন্না করছেন। নুসরাত রান্না করতে খুব ভালবাসেন।