স্বদেশ ডেস্ক : ডাকসুর ভিপি নুরুল হক নুর। যিনি সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের পক্ষে কোটা আন্দোলনের নেতৃত্ব দিয়ে এবং একাধিক বার ছাত্রলীগের হাতে নির্মমভাবে নির্যাতনের শিকার হয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছে তুমুল জনপ্রিয় ওঠেন। ডাকসু নির্বাচনে সর্বোচ্চ ভোটে ভিপি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে চূড়ান্তভাবে তার জনপ্রিয়তার প্রকাশ ঘটে। ভিপি নির্বাচিত হওয়ার পর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে এক সংবাদ সম্মেলনে অভিনন্দিত হয়ে সেই জনপ্রিয়তার ভিত্তি আরও মজবুত হয় তার। সম্প্রতি তিনি তার ফেসবুক পেজে অল্প কথায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি স্ট্যাটাস দিয়েছেন। তা পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:-
অর্থের মোহ মানুষকে বিপথে পরিচালিত করে, ক্ষমতার মোহ মানুষকে অমানুষ করে তোলে। কি হবে এতো ক্ষমতা আর অর্থ-বিত্তের পিছনে ছুটে? অর্থ-বিত্তের বিনিময়ে কি আজীবন পৃথিবীতে বেঁচে থাকা যাবে? ক্ষমতা দিয়ে কি আজরাঈল (মৃত্যু দূত) কে থামানো যাবে? সাধারণ জীবন-যাপনের মাঝেই অসাধারণ তৃপ্তি।