স্পোটর্স ডেস্ক : কোপা আমেরিকায় গ্রুপ পর্বের ম্যাচে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। গতকাল শনিবার সাও পাওলোর করিন্থিয়ানস স্টেডিয়ামে পেরুকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তিতের শিষ্যরা। একটি করে গোল করেছেন কাসেমিরো, রবার্তো ফিরমিনো, এভারটন, দানি আলভেজ ও উইলিয়ান।
ম্যাচের নিয়ন্ত্রণ নিতে খুব বেশি সময় নেয়নি ব্রাজিলের খেলোয়াড়রা। বল দখল, আক্রমণ, গোল সংখ্যা সব দিক থেকেই এগিয়ে ছিল দলটি। প্রথমার্ধে ৩-০ তে এগিয়ে থাকা ব্রাজিল ম্যাচ জিতেছে ৫-০ গোলের ব্যবধানে।
ম্যাচের ১২ মিনিটেই কাসেমিরোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে গোল ব্যবধান বাড়াতে তিতের শিষ্যরা খুব বেশি সময় নেয়নি। ১৯ মিনিটেই ফিরমিনোর গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। এরপর প্রথমার্ধেই আরও একটি গোল করেন এভারটন। পরে দ্বিতীয়ার্ধে দানি আলভেস ও বদলি নামা উইলিয়ান আরও একটি করে গোল করেন।
তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে ব্রাজিল।তবে এখনো আশা শেষ হয়নি পেরুর। তৃতীয় সেরা দল হিসেবে ওঠার সুযোগ থাকছে তাদের।