স্বদেশ রিপোর্ট : যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছেন। গত শুক্রবার কিং এয়ার ফ্লাইট কোম্পানির দুই ইঞ্জিন বিশিষ্ট একটি বিমানটি বিধ্বস্ত হয়ে ডিলিংহাম এয়ারফিল্ডের দিকে ভেঙে পড়ে।
হাওয়াইয়ের পরিবহন দপ্তর জানায়, দুর্ঘটনার সময় বিমানে ১১ জন আরোহী ছিলেন। তারা সবাই মারা গেছেন।
তবে এখন পর্যন্ত নিহতদের কোনো পরিচয় জানায়নি কর্তৃপক্ষ। আবার কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড তদন্তের জন্য একটি দল পাঠিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।