শনিবার, ২৪ মে ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় নিজ ঘরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ জুন, ২০১৯

স্বদেশ ডেস্ক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সুবর আলী (৩৮) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হারদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সবুর আলী ওই গ্রামের পলান মণ্ডলের ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সবুর আলী ঘরের দরজা খুলে রেখে ঘুমিয়েছিল। পাশের আরেকটি রুমে ছিল তার স্ত্রী। এই ‍সুযোগে দুর্বৃত্তরা তার বাড়িতে ঢুকে সবুর আলীর স্ত্রীর রুমে ছিটকানি লাগিয়ে দেয়। এরপর সবুরের রুমে ঢুকে প্রথমে তাকে মাথায় আঘাত করে। পরে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামান বলেন, ঘাতকরা গুলি করেছে নাকি অন্য কিছু দিয়ে আঘাত করে হত্যা করেছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে না।ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

নিহত সবুর আলী পূর্বে একটি সন্ত্রাসী দলের সঙ্গে যুক্ত ছিলেন। পূর্ব শুত্রুতার জেরে এ ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করছেন পুলিশের এই কর্মকর্তা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ