বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

নিবন্ধন চায় ৮ হাজার অনলাইন নিউজ পোর্টাল

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

স্বদেশ ডেস্ক: অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য সরকারের আছে আট হাজারের বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ সোমবার ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, সত্যিকার অর্থে কাজ করতে পারবে, এমন নিউজ পোর্টালগুলোকেই সরকারের তরফ থেকে রেজিস্ট্রেশন দেওয়া হবে। ‌‌ডিসি সম্মেলনে নিউ মিডিয়া এবং এর চ্যালেঞ্জের প্রসঙ্গ এসেছে, অনলাইন মিডিয়ার ক্ষেত্রে শৃঙ্খলার বিষয়টি আলোচিত হয়েছে।

হাছান মাহমুদ বলেন, ‘আমরা ইতিমধ্যে সমস্ত অনলাইনগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনার জন্য দরখাস্ত আহ্বান করেছি। আজকে (সোমবার) দরখাস্ত করার শেষ দিন। এ পর্যন্ত আমাদের কাছে আট হাজারের বেশি দরখাস্ত জমা পড়েছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ