শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির দুই মামলায় জামিন আদেশ কাল

খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির দুই মামলায় জামিন আদেশ কাল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের মানহানির দুই মামলায় জামিন আদেশের জন্য আগামীকাল তারিখ নির্ধারণ করেছেন আদালত।

বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। তিনি আদালতকে বলেন, মামলা দুটিই জামিনযোগ্য। এছাড়া এ মামলাগুলো করেছেন এবি সিদ্দিকী নামে একজন, যিনি খালেদা জিয়া ও এসব ইস্যুতে অসৎ উদ্দেশ্যে মামলা করে থাকেন।

খালেদা জিয়ার পক্ষে আরো ছিলেন, মওদুদ আহমদ, মীর মো: নাছির উদ্দিন, কায়সার কামাল, এইচএম কামরুজ্জামান মামুন, মীর মো: হেলাল উদ্দিন, আনিসুর রহমান খান প্রমুখ।

অপরপক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে বিরূপ মন্তব্য করলে যে কেউ মামলা করতে পারেন। এছাড়া খালেদা জিয়ার মতো এমন একজন দায়িত্ব ব্যক্তির পক্ষে হিন্দু ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য করা ঠিক হয়নি। তিনি জামিনের বিরোধিতা করেন।

শুনানি শেষে আদালত জামিন বিষয়ে আদেশের জন্য আগামীকাল সময় নির্ধারণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877