স্বদেশ ডেস্ক: জন্মদিনে নিজেকে দারুণ এক উপহার দিলেন ডেভিড ওয়ার্নার। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হাঁকিয়েছেন দাপুটে এক সেঞ্চুরি। সংক্ষিপ্ততম ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো তিন অঙ্ক স্পর্শ করতে জন্মদিনটা বেছে নিলেন এই হার্ড হিটার। এ্যাডিলেইড ওভালে রোববার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২ উইকেটে ২৩৩ রানের সংগ্রহ পায় টসে হেরে প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়া। তাতে বড় অবদান ওয়ার্নারের। ৩৩তম জন্মদিনে ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ২৮ বলে অর্ধশতক পূর্ণ করেন এই ওপেনিং ব্যাটসম্যান। আরও ২৮ বল খেলে পূর্ণ করেছেন সেঞ্চুরি! হার না মানা তার ৫৬ বলের ইনিংসটিতে রয়েছে দশটি চার ও চারটি ছক্কার মার! এর আগে টি-টোয়েন্টিতে ওয়ার্নারের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল অপরাজিত ৯০। ২০১৩ সালে সিডনিতে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসটি খেলেছিলেন এই অজি ব্যাটসম্যান। সেঞ্চুরি হাঁকানোর দিন অপর ওপেনার ও অধিনায়ক এ্যারন ফিঞ্চের (৬৪) সঙ্গে ১২২ রানের জুটি গড়েন ওয়ার্নার। দ্বিতীয় উইকেটে গ্ল্যান ম্যাক্সওয়েলের (৬২) সঙ্গে করেন ১০৭ রান।