শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন

আইন মেনে যথাসময়েই ব্রেক্সিট হবে : বরিস জনসন

আইন মেনে যথাসময়েই ব্রেক্সিট হবে : বরিস জনসন

স্বদেশ ডেস্ক:

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, সরকার আইন মেনে চলবে এবং যথাসময়েই ব্রেক্সিট হবে। শুক্রবার তিনি এ কথা বলেন। ৩১ অক্টোবরের মধ্যেই ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী বরিস অঙ্গীকারবদ্ধ। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমপিদের ক্ষোভ স্বাভাবিক ব্যাপার।

প্রধানমন্ত্রী বরিস এখনো মনে করেন, ব্রিটেন চুক্তি করেই ইইউ ত্যাগ করবে। যদিও এমপিরা পার্লামেন্টে আইন পাস করেছেন যাতে বলা হয়েছে, আগামী ১৯ অক্টোবরের মধ্যে প্রধানমন্ত্রী ব্রেক্সিটের সময় বাড়াতে ইইউর কাছে আবেদন করবেন। কিন্তু প্রধানমন্ত্রী বরিস সেই আবেদনে সাড়া দিচ্ছেন না। সময় বাড়ানোর আবেদনকে তিনি ‘সারেন্ডার অ্যাক্ট’ বলে মনে করেন।

বরিস মনে করেন, বর্তমান পরিস্থিতি ইইউর বন্ধুদের মধ্যে এই ধারণা দিচ্ছে যে, পার্লামেন্ট ব্রেক্সিটের পথ বন্ধ করে দেবে কিংবা তারা সময় বাড়ানোর আবেদন করতে প্রধানমন্ত্রী বরিসকে বাধ্য করবে। এভাবে সমঝোতা করতে গেলে তা সত্যিই কঠিন হবে। সূত্র : রয়টার্স।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877