স্বদেশ ডেস্ক: আগামী ২০ এবং ২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এই সম্মেলন বাস্তবায়নে ১২টি উপকমিটি করা হয়েছে। নেতাদের মধ্যে কেউ দুর্নীতি করলেও কোনো ছাড় হবে না বলেও জানান তিনি।
বুধবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর এক বৈঠক শেষে তিনি একথা বলেন।
সভায় সম্মেলনের প্রস্তুতি নিয়ে সম্পাদক মণ্ডলীর উপস্থিতিতে আলোচনায় প্রস্তুতিমূলক বিভিন্ন দিক তুলে ধরা হয়। এছাড়া ১০ ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোকে সম্মেলনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্রতিটি অঙ্গ সংগঠনের নতুন কমিটি হবে। ২২ বছর পরও অনেক সংগঠনের কমিটি হয়েছে। নারায়ণগঞ্জে ১৭ বছর পর সম্মেলন হয়েছে। তাই ইউনিয়ন থেকে উপজেলা, জেলা, বিভাগের প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠনের সম্মেলন হবে।