রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১২:০৪ অপরাহ্ন

আ.লীগের প্রার্থী রাজু বিএনপি জানাবে আজ

আ.লীগের প্রার্থী রাজু বিএনপি জানাবে আজ

‍স্বদেশ ডেস্ক:

রংপুর-৩ উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রাজু। গতকাল শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের দলের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে ওই আসনে উপনির্বাচনে আজ রবিবার বিএনপি প্রার্থীর নাম ঘোষণা দেবে দলটি।

গত রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে বিএনপির সংসদীয় মনোনয়ন বোর্ড এই সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়া নেতাদের মধ্য থেকে একজনকে চূড়ান্ত মনোনয়ন দিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দায়িত্ব দিয়েছে মনোনয়ন বোর্ড।

এরশাদের আসনে উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেতে গত ২-৪ সেপ্টেম্বর পর্যন্ত আওয়ামী লীগের ১৬ নেতা ফরম জমা দিয়েছিলেন। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য চৌধুরী খালেকুজ্জামান, রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক
অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি ম-ল, রংপুর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজী রহমান, রংপুর মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল ইমলাম মিলন, রংপুর মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আবদুল মজিদ, রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোমতাজ উদ্দীন আহমেদ, রংপুর মহানগর আওয়ামী লীগের সদস্য মো. মোসাদ্দেক হোসেন বাবলু, রংপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এটিএম তোহিদুর রহমান টুটুল, রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম রব্বানী বিপ্লব, রংপুর মহানগর আওয়ামী লীগের সদস্য মো. দেলোয়ার হোসেন, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. সফিউর রহমান, রংপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি দিলশাদ ইসলাম ও হাবিবুল হক সরকার।

আবদুস সোবহান গোলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উপজেলা ও ইউনিয়ন পরিষদে মনোনয়নপ্রাপ্তদের নামও জানানো হয়। উপজেলাগুলোর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় মো. নজরুল ইসলাম, ঝিনাইদহ জেলার কোচাচাঁদপুর উপজেলায় শরিফুন্নেছা (মিকি) ও মহেশপুর উপজেলায় ময়জদ্দীন হামীদ, বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার মো. মুনসুর আহমেদ, শেরপুর জেলা সদর উপজেলায় মো. রফিকুল ইসলাম, নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার মো. খায়রুল ইসলাম, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আবদুল মোতালেব, ভোলার লালমোহন উপজেলায় এমদাদুল ইসলাম (তুহিন), ঢাকা জেলার দোহার উপজেলায় নজরুল ইসলাম বাবুল ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় শিব শংকর দাস।

রাজশাহী জেলার বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নে রবিউল ইসলাম, বাজুবাঘা ইউনিয়নে ফজলুর রহমান, পাকুড়িয়ায় মেরাজুল ইসলাম, মনিগ্রামে সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোরজানা ইউনিয়নে জাহিদুল ইসলাম (মুকুল), হাবিবুল্লাহনগরে মিজানুর রহমান (বাচ্চু), নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খালাবাড়িয়া ইউনিয়নে আলতাব হোসেন, নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নে ইমরুল কায়েশ, পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নে জাহিদুর রহমান, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নে ছালাউদ্দিন ভূঞা, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় তিলি ইউনিয়নে মুরছালিন, জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নে জুবাইদুর রহমান, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নে আবদুল কাদির, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে শেখ মোজাহিদ বিন ইসলাম, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে আবদুল মোহিত চৌধুরী, চট্টগ্রাম জেলার বায়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নে শফিউল আজম, নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় পাঁচগাঁও ইউনিয়নে সৈয়দ মাহমুদ হোসেন, ফেনী জেলার দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নে একেএম কামাল উদ্দিন, দাগনভূঞা ইউনিয়নে বেলায়েত উল্যাহ, বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে তসলিম ইকবাল চৌধুরী, ঘুমধুম ইউনিয়নে একেএম জাহাঙ্গীর আজিজ ও সোনাইছড়ি ইউনিয়নে এ্যানিং মার্মা।

উপনির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীরা হলেন দলের প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান জাদু মিয়ার মেয়ে ২০ দলীয় জোটের রিটা রহমান। রংপুর মহানগর বিএনপির প্রয়াত সভাপতি মোজাফফর হোসেনের স্ত্রী সুফিয়া হোসেন, বর্তমান সভাপতি কাওসার জামান বাবলা, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইসউদ্দিন। গত বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।
বিএনপির স্থায়ী কমিটির গতকালের বৈঠকে লন্ডন থেকে স্কাইপে যুক্ত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

গত ১৪ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৬ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। ১ সেপ্টেম্বর ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত, যাচাই-বাছাই হবে ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। ৫ অক্টোবর ইভিএম প্রক্রিয়ায় ভোট গ্রহণ হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877