বুধবার, ০৮ মে ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন

গরুর গলায় বোমা বেঁধে হামলা করছে আইএস

গরুর গলায় বোমা বেঁধে হামলা করছে আইএস

স্বদেশ ডেস্ক:

মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অবস্থা মাথাচাড়া দিয়ে ওঠার জন্য অভিনব কৌশল অবলম্বন করছে। যেহেতু তাদের সদস্যসংখ্যা কমছে, তাই মানুষের বদলে গরুকে বোমা হামলার জন্য ব্যবহার করছে জঙ্গি গোষ্ঠীটি। নিউইয়র্ক টাইমস এমন খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, মানুষের বদলে আত্মঘাতী হামলার জন্য গরুকে কাজে লাগানোর নতুন কৌশল নিয়েছে আইএস। ইরাকের এক গ্রামে ‘বোমারু’ এসব গরু দেখা গেছে বলে জানিয়েছে দৈনিকটি।

গলায় বিস্ফোরক বাঁধা দুটি গরু দেখা গেছে ইরাকের আল ইসলাহ নামক এলাকায়। সেখানকার স্থানীয় অধিবাসীরা গরু দুটিকে তাদের গ্রামের উত্তর দিকে ঘুরতে দেখেছেন। আর এ খবর নিশ্চিত করেছেন প্রাদেশিক পুলিশ কমান্ডারের মুখপাত্র কর্নেল গালিব আল আতিয়া। তিনি বলেন, ‘গলায় বিস্ফোরক বাঁধা গরু দুটো গ্রামের চারপাশে ঘোরাঘুরি করছে। চলতে চলতে এক সময় রিমোট দিয়ে বিস্ফোরকের বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পর গরুগুলো মারা যায় আর ক্ষতিগ্রস্ত হয় আশপাশের ঘরবাড়ি। তবে মানুষ হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’

পুলিশ কমান্ডারের মুখপাত্রের কথা অনুযায়ী, এ হামলা এমনই ইঙ্গিত দিচ্ছে যে, মার্কিন সমর্থিত ইরাকি নিরাপত্তা বাহিনীর সঙ্গে চার বছরের যুদ্ধে জনশক্তি হারিয়ে আইএস এখন দুর্বল। তাই সশস্ত্র গোষ্ঠীটি হামলার বিকল্প হিসেবে এ পথ বেছে নিয়েছে। দিয়ালা পুলিশ কমান্ডের নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, এলাকাটিতে আইএস এর আদর্শকে সমর্থন করে এমন কয়েকটি গ্রাম দলটিকে এই গরু দিয়ে সহায়তা করে। প্রসঙ্গত, ইরাকে দুধ এবং মাংসের জন্য প্রাণীর মূল্য অনেক। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এমন ঘটনা এর আগে তারা দেখেননি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877