স্বদেশ ডেস্ক:
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল জগতের দুজন চরম প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়। এই দুজনের ভক্তদের মধ্যেও দা-কুমড়া সম্পর্ক লেগে থাকে সবসময়। কিন্তু রোনালদো-মেসির মধ্যে ব্যক্তিগত সম্পর্ক কেমন? রোনালদো জানালেন, মেসির সঙ্গে তার এই শত্রুতা তিনি উপভোগ করেন। মেসিই তাকে ভালো খেলোয়াড় হিসেবে তৈরি করেছেন বলেও মন্তব্য করেন পর্তুগিজ সুপারস্টার।
পর্তুগিজ টেলিভিশন ইন্ডিপেন্ডেটকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমি যখন জুভেন্টাসের জন্য স্পেন ত্যাগ করি তখন মেসি তার সমস্যার কথা বলেছে। আমি তার ক্যারিয়ারকে শ্রদ্ধা করি। স্পেনে থাকার সময় যে প্রতিদ্বন্দ্বিতা হতো সেটা সে বুঝত।’
প্রায় ১৫ ধরে খেলছেন এই দুজন। প্রতিদিনই আসেন খবরের শিরোনামে। ফুটবলের কারিকুরি দিয়ে মন জয় করে নিয়েছেন কোটি কোটি ভক্তের। বিশ্বকাপ ছাড়া সব বড় ট্রফিই ছুঁয়েছেন দুজন। দুজনের হাতেই পাঁচবার করে উঠেছে ফিফা বর্ষসেরার পুরস্কার।
‘কোনো সন্দেহ নেই, সেই (মেসি) আমাকে বড় খেলোয়াড় বানিয়েছে। সে যখন কোনো ট্রফি জেতে আমাকে জ্বালায়, আর আমি যখন ট্রফি জিতি সেও জ্বলে’- নিজের ক্যারিয়ারে মেসির প্রভাব এভাবেই বলেছিলেন রোনালদো।
তার সঙ্গে সম্পর্ক কেমন? এর ব্যাখ্যা দিতে গিয়ে রোনালদো বলেন, ‘তার সঙ্গে দুর্দান্ত পেশাদার সম্পর্ক। আমরা দুজনেই ১৫ বছর ধরে খেলছি।’
মেসির সঙ্গে ডিনারেও যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে রোনালদো বলেন, ‘আমরা কখনো একসঙ্গে ডিনার করিনি। তবে ভবিষ্যতে হবে না তাও কিন্তু নয়। আমি এতে কোনো সমস্যা দেখি না।’