বিনোদন ডেস্ক:
বলিউডে অসংখ্য হিট ছবির নির্মাতা তিনি। তার পরও বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন তিনি। বলছিলাম, রাম গোপাল ভার্মার কথা। আবারও ভিন্ন কারণে খবরের শিরোনামে এই নির্মাতা। এবার তাকে অভিযোগের তিরে বিদ্ধ করেছেন অভিনেত্রী শার্লিন চোপড়া।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শার্লিন জানান, রাম গোপাল ভার্মা তাকে পর্ন ছবি করার জন্য প্রস্তাব দিয়েছিলেন।
ভারতের শীর্ষস্থানীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, চলচ্চিত্র নির্মাতা রাম গোপাল ভার্মার বিরুদ্ধে পর্ন ছবি করার জন্য প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন শার্লিন। সেইসঙ্গে তার বিরুদ্ধে কুরুচিকর মেসেজ পাঠানোর অভিযোগ করেন তিনি।
শার্লিন বলেন, স্ক্রিপ্ট পরার পর তার মনে হয়েছিল যে, ওই ছবিতে শুধু যৌন দৃশ্যই রয়েছে। ২০১৬ সালে ঘটেছে এই ঘটনা।
অভিনেত্রীর দাবি, রাম গোপাল তাকে যৌন দৃশ্য শেখানোর জন্য কুকুর ও মহিলার একটি যৌন দৃশ্য পাঠিয়ে মেসেজ করেছিলেন। যদিও সেই সময় মেসেজের কোনো প্রমাণ দিতে পারেননি শার্লিন।
এর আগে অভিনেতা টাইগার শ্রফকে ফোনে ট্রান্সজেন্ডার বলা, আন্ডারওয়ার্ল্ডের হাতে খুন হয়েছেন শ্রীদেবী-এমন অনেক মন্তব্য করে খবরের শিরোনামে আসেন রাম গোপাল ভার্মা।