স্বদেশ ডেস্ক:
কক্সবাজারের মহেশখালী উপজেলায় মাত্র দুই টাকার পাওনাকে কেন্দ্র করে মুদি দোকানদারের হাতে খুন হয়েছেন একজন ক্রেতা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ধলঘাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতের নাম জাহাঙ্গীর আলম (২৬)। তিনি ধলঘাটা ইউনিয়নের বেগুনবনিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় দোকানদার আব্দুল গফুরকে আটক করেছে পুলিশ। আটক ওই ব্যক্তিও একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, আব্দুল গফুর তার বাড়ির পাশে একটি মুদির দোকান দিয়ে ব্যবসা করতেন। তার দোকানেই বৃহস্পতিবার সন্ধ্যায় পান-সিগারেট খান ক্রেতা জাহাঙ্গীর আলম। এরপর দোকানদারকে ১০ টাকা বিল ধরিয়ে দেন। কিন্তু দোকানদারের দাবি, বিল হয়েছে ১২ টাকা। আর এ নিয়েই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণের মধ্যে তা হাতাহাতিতে রূপ নেয়।
এক পর্যায়ে দোকানদার পানির গ্লাস ভেঙে ওই ক্রেতাকে পেটে আঘাত করলে তিনি মারাত্মক আহত হন। এ সময় উপস্থিত লোকজন আহত জাহাঙ্গীরকে দ্রুত চকরিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর। তিনি জানান, ঘটনার পর অভিযান চালিয়ে ঘাতক দোকানদার আব্দুল গফুরকে আটক করা হয়েছে।