রবিবার, ০৫ মে ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন

সাইকেলে চড়ে হজ্জে যাচ্ছেন তারা

সাইকেলে চড়ে হজ্জে যাচ্ছেন তারা

স্বদেশ ডেস্ক:

ইচ্ছা শক্তি থাকলে যেকোনো কাজেই মানুষ সফলতা পায়।অনেকে আবার মনের জোরেই বিশ্বকে ছোট করে ফেলেছেন।এবার তেমনই কিছু করতে যাচ্ছেন ব্রিটেনের আট মুসলিম নাগরিক। প্রবল ইচ্ছাশক্তি নিয়েই সাইকেলে চড়েই হজ্জের উদ্দেশে রওয়ানা দিয়েছেন তারা।

গত ৭ জুলাই থেকে যুক্তরাজ্যের লন্ডন থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করেন ওই আট মুসলিম। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলুর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হজ্জে যাওয়ার জন্য তাদেরকে অতিক্রম করতে হবে মোট ১৭টি দেশ।  এজন্য তাদের সময় লাগবে মোট ৬০ দিন।  তবে এই ১৭টি দেশের মধ্যে যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাক ও সিরিয়া তারা পাড়ি দেবেন বিমানে করে।

সাইকেল চালিয়ে হজ্জযাত্রা এবারই প্রথম নয়।  এর আগেও আরও কয়েকটি গ্রুপ এভাবে সাইকেলে যাত্রা করে হজ্জ পালন করেছেন।

শুধু সাইকেল নয়, ২০১২ সালে সেনাদ হাদজিক নামের ৪৭ বছর বয়সী এক বসনিয়ান নাগরিক পায়ে হেঁটে পবিত্র মক্কা নগরীতে গিয়ে পৌঁছান। এ যাত্রায় তাকে ৫ হাজার ৯০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিতে হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877