শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
‘সরল বিশ্বাস’ মানে কী……….?

‘সরল বিশ্বাস’ মানে কী……….?

স্বদেশ ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান সরল বিশ্বাস বলতে কী বুঝিয়েছেন, তা পরিষ্কার নয়। এ বিষয়টি পরিষ্কার হতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার যেকোনো দুর্নীতিকে দুর্নীতি হিসেবেই দেখবে। ১৯ জুলাই সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন। এর আগে ডিসি সম্মেলনে দুদক চেয়ারম্যান বলেন, ফৌজদারি আইনে সরল বিশ্বাসে অপরাধ করলে তা অপরাধ হিসেবে গণ্য হয় না। তিনি বলেন, সরল বিশ্বাস বিষয়টি প্রমাণিত হতে হবে। ঢাকায় ডিসি সম্মেলনে দুদক চেয়ারম্যানের বক্তব্যের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, দুদক চেয়ারম্যানের বক্তব্যকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই।
এইচ এম এরশাদ পরবর্তী জাতীয় পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে বলতে গিয়ে কাদের বলেন, সংসদে জাতীয় পার্টির অনেকগুলো আসন আছে। এরশাদের অবর্তমানে তাদের দলীয় রাজনীতি কেমন হবে সেটা দলটির অভ্যন্তরীণ ব্যাপার।
স্থানীয় সরকার নির্বাচনে নৌকার বিরোধী হিসেবে কাজ করা দলীয় নেতারা কী ধরনের শাস্তি পেতে পারেন-এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এরপর তাদের জবাবের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির সাংগঠনিক কাজে সরকারি বাধার অভিযোগ অস্বীকার করে কাদের বলেন, বিএনপির কোনো সভায় পুলিশ বাধা দেয়নি। সবখানে তারা সভার অনুমতি পেয়েছে। সরকারের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ বিএনপির কল্পিত।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877