রবিবার, ০৫ মে ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন

গুণারত্নের চমক…….!

গুণারত্নের চমক…….!

স্বদেশ ডেস্ক: গত বছরের বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত বইয়ের তালিকায় জায়গা করে নেয় ব্রিটিশ-শ্রীলঙ্কান তরুণ লেখক গাই গুণারত্নের প্রথম উপন্যাস ‘ইন আওয়ার ম্যাড অ্যান্ড ফিউরিয়াস সিটি’। বড় অর্জন ছিল ম্যান বুকারের মতো পুরস্কারের দীর্ঘ তালিকায় জায়গা করে নেওয়া। বছর না গড়াতেই বইটি গুণারত্নের এনে দেয় এ বছরের অথরস ক্লাবের সেরা প্রথম উপন্যাসের পুরস্কার এবং ব্রিটেনে বসবাসরত অশ্বেতাঙ্গ লেখকদের ঝলক সাহিত্য পুরস্কার। আর এবার এনে দিলো আন্তর্জাতিক ডিলান টমাস প্রাইজ। ইংরেজিতে সাহিত্য রচনা করেন বিশ্বের এমন তরুণ লেখকদের কাছে যুক্তরাজ্যের আন্তর্জাতিক এই পুরস্কারটি অত্যন্ত লোভনীয়। উপন্যাসটিতে লন্ডনের একটি আবাসিক এলাকায় ৪৮ ঘণ্টার সাম্প্রদায়িক সহিংসতা ও বিভেদের চিত্র তুলে ধরা হয়েছে। এক কৃষ্ণাঙ্গ পুরুষের হাতে ছুটিতে থাকা এক সেনাসদস্যের নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওই সহিংসতার সূত্রপাত। বিচারকরা উপন্যাসটিকে দাঙ্গার সময় লন্ডনের একটি আবাসিক এলাকার মানুষের জীবনের এক ‘অপরিহার্য, সময়োপযোগী ও চিত্তহরণকারী’ চিত্রবর্ণন বলে অভিহিত করেন। ওয়েলসের সোয়ানজিতে জন্ম নেওয়া কবি ও লেখক ডিলান টমাসের নামে ডিলান টমাস প্রাইজ প্রবর্তিত। ৩০ হাজার পাউন্ডের এই পুরস্কারটি দেওয়া হয় অনূর্ধ্ব ৩৯ বছর বয়সী লেখকদের। কারণ ৩৯ বছর বয়সে মারা গিয়েছিলেন ডিলান টমাস। কবিতা, নাটক ও গদ্যের ওপর এই পুরস্কার দেওয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877