রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
পরিস্থিতি দেখতে কাশ্মিরে যাচ্ছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা

পরিস্থিতি দেখতে কাশ্মিরে যাচ্ছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা

স্বদেশ ডেস্ক:

ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে আজ মঙ্গলবার সেখানে যাচ্ছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা। এর আগে সোমবার নয়াদিল্লিতে সফররত ইউরোপীয় পার্লামেন্টের ২৮ সদস্যের প্রতিনিধিদল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে ভারতশাসিত জম্মু-কাশ্মিরের বিদ্যমান পরিস্থিতি ও মানবাধিকার ইস্যুতে আলোচনা হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারতশাসিত জম্মু-কাশ্মির থেকে ৩৭০ ধারা অপসারণের পরে কাশ্মিরে এটিই হবে বিদেশি কোনো প্রতিনিধি দলের প্রথম সফর। এর আগে সোমবার সন্ধ্যায় সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা ভারতের উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর সাথে দেখা করেন। এই সফরটি এমন এক সময়ে করা হচ্ছে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের এমপিদের একটি দল ভারতশাসিত জম্মু-কাশ্মিরের মানবাধিকারসহ সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

জম্মু-কাশ্মির থেকে ৩৭০ ধারা অপসারণের পর বিষয়টি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। পাকিস্তানের পক্ষ থেকে বিষয়টি বিশ্বের বিভিন্ন ফোরামে উত্থাপন করা হয়। অন্যদিকে, নয়াদিল্লি বরাবরই কাশ্মির ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়’ বলে পাকিস্তানের দাবিকে নাকচ করে দেয়ার চেষ্টা করছে। এরকম পরিস্থিতিতে কাশ্মিরে ইউরোপীয় প্রতিনিধি দলের সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে ওই উপত্যকায় ভারতের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো বিদেশী প্রতিনিধিদলকে সফরের অনুমতি দেয়া হয়নি।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাশ্মির সফরের বিষয়ে জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বলা হয়েছে,‘আশাকরি, ওরা (ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা) রাজ্যের মানুষ, স্থানীয় গণমাধ্যম, চিকিৎসক ও নাগরিক সমাজের সদস্যদের সাথে কথা বলার সুযোগ পাবেন। কাশ্মির ও বিশ্বের মধ্যকার লোহার পর্দা সরিয়ে দেয়া উচিত এবং জম্মু-কাশ্মিরের জনগণকে সমস্যায় ফেলার জন্য সরকারকে দায়ী করা উচিত।’ মেহবুবা মুফতি বর্তমানে আটক থাকার ফলে তাঁর মেয়ে ইলতিজা মুফতি তাঁর টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন।

ভারতের কেন্দ্রীয় সরকার গত ৫ আগস্ট জম্মু-কাশ্মির থেকে ৩৭০ ধারা অপসারণের পরে সেখানে বিভিন্ন বিধিনিষেধ কার্যকর করে। সরকারিভাবে অধিকাংশ জায়গা থেকে নিষেধাজ্ঞা প্রত্যহারের কথা দাবি করা হলেও সেখানে ইন্টারনেট সেবা ও অন্যান্য সুবিধা এখানো পর্যন্ত বন্ধ করে রাখায় মানুষজন চরম দুর্ভোগে বসবাস করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877