স্বদেশ ডেস্ক: আরও একটি নতুন চরিত্র নিয়ে হাজির হচ্ছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। কমেডিনির্ভর এ ছবিটির নাম জাবারিয়া জোড়ি। প্রশান্ত সিংঘ পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা। সম্প্রতি ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়। তবে ছবিটি কবে মুক্তি পাবে এ নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। এর আগে একাধিকবার ছবিটি মুক্তির তারিখ নির্ধারিত হলেও নির্ধারিত তারিখে ছবিটির মুক্তি মেলেনি। এখন শোনা যাচ্ছে আগামী ২ আগস্ট কিংবা সেপ্টেম্বরের মাঝামাঝিতে ছবিটি মুক্তি পাচ্ছে। আর এ ছবিটির জন্য নিজেও মুখিয়ে আছেন পরিণীতি চোপড়া। তিনি জানান, অনেক সুন্দর একটা গল্পের ছবি জাবারিয়া জোড়ি। এখানে আমার চরিত্রটাও অনেক মজার। এরকম চরিত্রে আগে কখনও অভিনয় করিনি। দর্শকের কাছেও নতুন মনে হবে আশা করি। এর আগে হাসি তো ফার্সি ছবিতে একসঙ্গে অভিনয় করেন পরিণীতি ও সিদ্ধার্থ। ছবিটি প্রযোজনা করছেন শোভা কাপুর, একতা কাপুর এবং শৈলেশ আর সিং।