শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন

ভারতীয় দলে ভাঙন

স্পোর্টস ডেস্ক: গ্রুপপর্ব থেকে শীর্ষস্থান দখল করেই নকআউট পর্বে এসেছিলেন কোহলিরা। কিন্তু নকআউট পর্বে এসেই ধাক্কা খেল ভারতীয় দল। কিউই বোলিং তোপে ১৮ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ২০১১ সালের চ্যাম্পিয়নরা।

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে দুই দিন গড়ানো এই ম্যাচে ভারতের সামনে টার্গেট ছিল মাত্র ২৪০। রান উৎসবের এই বিশ্বকাপে এটা খুব বড় কোনো টার্গেট নয়। কিন্তু কোহলিদের বিব্রতকর ব্যাটিংয়ে এই রানও হয়ে ওঠে ‘পাহাড় সমান’। রান তাড়া করতে নেমে ২২১ রানে থামে ভারতের ইনিংস।

হারের পরেই ভাঙনের সুর বাজে ভারতীয় দলে। চার বছরের সম্পর্ক চুকিয়ে ভারত দলকে বিদায় জানালেন ফিজিও প্যাট্রিক ফারহার্ট। ২০১৫ সাল থেকে তিনি কোহলিদের সঙ্গে যুক্ত ছিলেন।

বিদায় নিয়ে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমার শেষে দিনটা যেমনটা আমি চেয়েছিলাম তেমনটা হলো না।’

ভারতীয় বোর্ডকে ধন্যবাদ জানিয়ে প্যাট্রিক ফারহার্ট বলেন, ‘গত চার বছর ধরে টিম ইন্ডিয়ার সঙ্গে কাজ করার সুযোগ দেওয়ার জন্য বিসিসিআই-কে ধন্যবাদ। দলের প্রতিটা সদস্য ও সাপোর্ট স্টাফের জন্য রইল শুভকামনা।’

আজ বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। এই দুই দলের মধ্য জয়ী দলের সঙ্গে আগামী ১৪ জুলাই ফাইনাল খেলতে নামবে নিউজিল্যান্ড।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877