বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ গঠন বিষয়ে আদেশ আজ দেশে এখনও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ হয়নি: ফয়জুল করীম ‘নিঃশর্ত ক্ষমা’ চাইছেন এনবিআরের কর্মকর্তারা হাসিনার গুলির নির্দেশ: ফাঁস হওয়া অডিও যাচাইয়ের পদ্ধতি প্রকাশ করল বিবিসি লোহিত সাগরে হামলায় কার্গো জাহাজ ডুবে নিহত ৪, নিখোঁজ ১৫ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারীরা আইন লঙ্ঘন করলে বৈধতা বাতিল কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি আজ বৃহস্পতিবার পরীক্ষা স্থগিত যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারীদের দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তা, সংখ্যা ১ কোটি ১৩ লাখ মিথ্যা তথ্যের জালে নতুন প্রজন্ম! ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোয় জাতিসংঘ প্রতিনিধির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

সজল-ভাবনার ‘গল্পটি শেষ হয়নি’

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জুন, ২০১৯

নাট্যকলা বিভাগের অধ্যাপক তার অল্প বয়সী স্ত্রীকে নিয়ে কক্সবাজার বেড়াতে এসেছেন। বেড়াতে এসে পড়েন নানা রকম বিড়ম্বনায়। কারণটা হলো সজল আর ভাবনা।

অন্যদিকে অনিক তার সুন্দরী বউকে নিয়ে বেড়াতে আসে। তাদের মধ্যেও সজল-ভাবনাকে নিয়ে ঝামেলা বাঁধে। অবাক তার বোন বন্যাকে নিয়ে বেড়াতে আসে। এদের সঙ্গেও দ্বন্দ্ব হয় সজল-ভাবনার। লীনা তার অল্প বয়সী মেয়েকে নিয়ে একই হোটেলে উঠে, ওদের মাঝেও চলে আসে সজল-ভাবনা।

সজল আর ভাবনার অত্যাচারে সবাই অতিষ্ট। অথচ তাদের সম্পর্কটা কি? কেউ তা জানে না। তারা থাকে হোটলের আলাদা দুই রুমে। এই দু’জনের জন্য সবার আনন্দটা নষ্ট হয়ে যাচ্ছে।

সবাই বিরক্ত হয়ে হোটেল ছেড়ে দেয়, ফিরে যায় নিজ বাড়িতে। তখন জানা যায়, কেন সজল-ভবনা তাদের বিরক্ত করেছিল? এমনই এক গল্প নিয়ে নিয়ে নির্মিত হয়েছে ১০ পর্বের ঈদের ধারাবাহিক নাটক ‘গল্পটি শেষ হয়নি’।

এটি রচনা ও পরিচালনা করেছেন মোহন খান। সজল-ভাবনার পাশাপাশি এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অবাক, বন্যা, অনিক, নাজিরা মৌ, স্নেহা, কিসলু, লীনা আহমেদ, ঊদয় খান, সোহানসহ অনেকে।

নির্মাতা জানান, ‘গল্পটি শেষ হয়নি’ নাটকটি প্রচার হবে ঈদের দিন থেকে ১০ম দিন পর্যন্ত রাত সাড়ে ৭টায় এটিএন বাংলায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ