স্বদেশ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
সাধারণ শিক্ষার্থীরা সোমবার বিকেলে এই কর্মসূচির আয়োজন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘ক্যাম্পাসে হত্যাকাণ্ড, প্রশাসন জবাব চাই’, ‘আবরার হত্যার বিচার চাই, ভাইকে হত্যার বিচার চাই’, ‘ক্যাম্পাসে সন্ত্রাস রুখে দাঁড়াও ছাত্রসমাজ’ প্রভৃতি স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করেন। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কের সুরমা আবাসিক এলাকা পর্যন্ত গিয়ে আবার প্রধান ফটকের সামনে এসে সমাবেশে মিলিত হন।
সমাবেশে বক্তব্য দেন রসায়ন বিভাগের শিক্ষার্থী তৌহিদুজ্জামান জুয়েল, ব্যবসায় প্রশাসন বিভাগের নোমান হোসেন খন্দকার ও পদার্থবিজ্ঞানের মেহরাব।