রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন

ইসলামের স্বর্ণযুগে নারীদের জীবনের সব ক্ষেত্রে অংশগ্রহণ ছিল : আমিনা এরদোগান

ইসলামের স্বর্ণযুগে নারীদের জীবনের সব ক্ষেত্রে অংশগ্রহণ ছিল : আমিনা এরদোগান

স্বদেশ ডেস্ক:

তুরস্কের ফার্স্টলেডি আমিনা এরদোগান বলেছেন, ইসলামের স্বর্ণযুগে অগ্রদূত ও নেতা হিসেবে নারীদের জীবনের সকলক্ষেত্রে অংশগ্রহণ ছিল। তিনি বলেন, নতুন প্রজন্ম ও বিশ্বকে আমাদের উচিত এই বিষয়টি জানানো।

সম্প্রতি নিউইয়র্কের আমেরিকান মুসলিম সোসাইটির নারী সদস্যদের সাথে সাক্ষাতের সময় তিনি এই বক্তব্য দেন।
উইম্যান ইন ইসলাম অর্গানইজেশনের প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ ডাইরেক্টর আয়েশা আল-আদাউইয়া, বাংলাদেশি আমেরিকান এডভোকেসি গ্রুপের সামিরা নাজনিন এবং শরণার্থীদের সাহায্যের জন্য গঠিত এনজিও সংগঠন মোজাইকের প্রতিষ্ঠাতা রাঘাদ বুশনাক এসময় উপস্থিত ছিলেন।

মিসেস এরদোগান তার বক্তব্যে জানান, অক্সফোর্ড বা কেমব্রিজ নয়, বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়টি মরক্কোতে অবস্থিত, যা ফাতিমা আল-ফিহরি নামের এক মুসলিম নারী প্রতিষ্ঠা করেছিলেন।
তিনি বলেন, “আমাদের উচিত এই পদচিহ্ন অনুসরণ করা… বিশ্বের বিজ্ঞান, সংস্কৃতি ও সভ্যতায় ইসলামের অবদান সম্পর্কে উচ্চস্বরে জানানো আমাদের প্রয়োজন।”
সূত্র : পূবের কলম

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877