স্বদেশ ডেস্ক:
বরগুনা জেলার পাথরঘাটায় হরিণের ২০ মণ গোশতসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃত ব্যক্তির নাম আবদুস সোবহান (৫৬)। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বিহঙ্গদ্বীপ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় ইঞ্জিনচালিত একটি নৌকাও জব্দ করেন কোস্টগার্ডের সদস্যরা।
কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. বিশ্বজিৎ নয়াদিগন্ত অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বিহঙ্গদ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় হরিণের প্রায় ২০ মণ গোশত, ইঞ্জিনচালিত একটি নৌকা জব্দ ও আবদুস সোবহান নামে একজনকে আটক করে কোস্টগার্ড।
তিনি আরো জানান, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে উদ্ধারকৃত গোশত বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও জব্দ করা নৌকা ও আটককৃত অবদুস সোবহানের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।