মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মার্কিন পতাকা নামিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উড়লো ফিলিস্তিনি পতাকা! বিএনপি সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে: ওবায়দুল কাদের বিষয়টি আদালতেই সুরাহার চেষ্টা করব, হাইকোর্টের নির্দেশনা নিয়ে শিক্ষামন্ত্রী গাজার ভবিষ্যত নিয়ে আলোচনা করতে সৌদিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় দেশ থেকে আইনের শাসন উধাও হয়ে গেছে : মির্জা ফখরুল স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৫৫ টাকা তীব্র তাপপ্রবাহ : স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ হাইকোর্টের মঙ্গলবারও ঢাকাসহ ২৭ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
পাথরঘাটায় হরিণের ২০ মণ গোশতসহ আটক ১

পাথরঘাটায় হরিণের ২০ মণ গোশতসহ আটক ১

স্বদেশ ডেস্ক:

বরগুনা জেলার পাথরঘাটায় হরিণের ২০ মণ গোশতসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃত ব্যক্তির নাম আবদুস সোবহান (৫৬)। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বিহঙ্গদ্বীপ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় ইঞ্জিনচালিত একটি নৌকাও জব্দ করেন কোস্টগার্ডের সদস্যরা।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. বিশ্বজিৎ নয়াদিগন্ত অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বিহঙ্গদ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় হরিণের প্রায় ২০ মণ গোশত, ইঞ্জিনচালিত একটি নৌকা জব্দ ও আবদুস সোবহান নামে একজনকে আটক করে কোস্টগার্ড।

তিনি আরো জানান, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে উদ্ধারকৃত গোশত বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও জব্দ করা নৌকা ও আটককৃত অবদুস সোবহানের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877