বিনোদন ডেস্ক:
ব্যক্তিগত নানা ব্যস্ততার কারণে নাটকে এখন আর নিয়মিত দেখা যায় না মডেল-অভিনেত্রী সারিকাকে। তবে ঈদের আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন, এখন থেকে নিয়মিত হবেন অভিনয়ে। কিন্তু এরপরও অভিনয়ে ব্যস্ত হয়ে উঠতে দেখা যায়নি এই অভিনেত্রীকে।
ঈদ আয়োজনের পর সারিকা এবার অংশ নিলেন দুর্গাপূজার একটি নাটকে। নাম ‘ভুল কাব্য’। তুহিন হোসেনের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এতে সারিকা অভিনয় করছেন একজন ডিভোর্সির চরিত্রে।
সারিকা বলেন, ‘আমি তো অভিনয়ের বাইরে যাচ্ছি না। অনেক কাজের প্রস্তাব পাচ্ছি। কিন্তু গল্প ও চরিত্র পছন্দ হচ্ছে না বলে কাজ করা হচ্ছে না। অল্প কাজ করবো, কিন্তু ভালো মানের কাজ করবো। সেই ভাবনা নিয়েই এগুচ্ছি। অভিনয় থেকে বিদায় নেওয়ার কোনো পরিকল্পনাই আমার নেই।’
এদিকে, নাটকের পাশাপাশি একই নির্মাতার নির্দেশনায় মুঠোফোন প্রতিষ্ঠানের একটি বিজ্ঞাপনেও অংশ নিয়েছেন সারিকা। এটি খুব শিগগিরই প্রচারে আসবে বলে জানান নির্মাতা তুহিন হোসেন।