স্বদেশ ডেস্ক:
চীনের পূর্বাঞ্চলে বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালের ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৩৬ জন। দুর্ঘটনার সময় ওই বাসটিতে ৬৯ জন যাত্রী ছিলেন। চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়ানসুর চাংচুং-শেনজেন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রাথমিক তদন্তে জানানো হয়েছে, বাসের চাকা পাংচার হয়ে যাওয়ার কারণেই বিপরীত দিক হতে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের পর এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বাসের বাম পাশের সামনের চাকাটি পাংচার হয়ে গিয়েছিল বলেও এক বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে দুর্ঘটনায় আহতদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
চীনের জিয়াংসু প্রদেশের ইশিং শহরের পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটির সামনের একটি চাকা পাংচার হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি তখন রাস্তার ডিভাইডার ভেঙে বিপরীত দিকের লেইনে গিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।
ওই বাসে মোট ৬৯ জন যাত্রী ও ট্রাকে তিনজন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর উদ্ধার অভিযানের জন্য প্রায় আট ঘণ্টা চাংচুন-শেনজেং মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।