স্বদেশ ডেস্ক:
ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আজ রোববার ভোরে এক নারীর মৃত্যু হয়েছে।
মৃত সাধনা রানী (৪৫) বাবুল চন্দ্র হাওলাদারের স্ত্রী। তার বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলার জোয়ার করুণা গ্রামে।
হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন জানান, গতকাল শনিবার রাত ১০টায় সাধনা রানীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। রোববার ভোর সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, সারাদেশের হাসপাতালগুলোতে নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন কমছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ৮৭ হাজার ২৬৩। ডেঙ্গু রোগের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৮৫ হাজার ৩২৩ জন। অর্থাৎ সারাদেশে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ৯৮ শতাংশ।
ডেঙ্গুর প্রাদুর্ভাব এ বছর এশিয়ার অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ভয়াবহ আকার ধারণ করেছিল। তবে চলতি মাসের শুরু থেকে পরিস্থিতির উন্নতি হওয়া শুরু হয়েছে।
সূত্র : ইউএনবি