সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:১২ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর জন্মদিন পালন নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪০

প্রধানমন্ত্রীর জন্মদিন পালন নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪০

স্বদেশ ডেস্ক:

মাদারীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে।

এ ঘটনায় ছয় পুলিশসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শনিবার দুপুর ১২টার দিকে মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন কলেজে এ ঘটনা ঘটে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদারীপুরে দীর্ঘদিন থেকেই ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে কমিটি গঠন নিয়ে বিরোধ চলে আসছে। এক গ্রুপ সাবেক নৌপরিবহন মন্ত্রী ও স্থানীয় সাংসদ শাজাহান খান সমর্থিত এবং অপর গ্রুপ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম সমর্থিত। শনিবার সকালে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আনন্দ র‌্যালি করে বাহাউদ্দিন নাছিম সমর্থিত ছাত্রলীগ। এ সময় শাজাহান খান সমর্থিত অপর গ্রুপও আনন্দ র‌্যালি করে।

এই ঘটনাকে কেন্দ্র করেই দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। এতে দুই গ্রুপের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় দুই পক্ষের নেতাকর্মীরাই ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছোঁড়ে। এ সময় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, রিফাত, সাবেক এজিএস নাহিদ, রাসেদ, শাহপারন, রোমান, নুহিন, আকাশ দে, আরিফ, নাদিম, আমির হাওলাদার, অমিত, তুষার, সজিব হাওলাদারসহ কমপক্ষে ৪০ জন গুলিবিদ্ধ হন।

মাদারীপুর জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর তুহিন বলেন, ‘আমার ভাই সাবেক এজিএস ও জেলা যুবলীগ নেতা নাহিদকে খুব কাছ থেকে পুলিশ গুলি করে। এতে আমার ভাই গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।’

মাদারীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি ও শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান বলেন, ‘শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আমরা কেক কাটা কর্মসূচির অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। এ সময় আমাদের অনুষ্ঠানে হামলা করে কয়েকজনকে গুরুতর আহত করে।’

মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও বাহাউদ্দিন নাছিম সমর্থিত ছাত্র নেতা জাহিদ হোসেন অনিক বলেন, ‘আমরা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শান্তিপূর্ণ আনন্দ র‌্যালি করছিলাম। আমাদের পূর্ব নির্ধারিত আনন্দ র‌্যালিতে শাজাহান সমর্থিতরা হামলা চালায়।’

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকলে অফিসার ডা. রিয়াদ মাহমুদ বলেন, ‘গুরুতর আহত বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, ‘অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি থমথমে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877