দিদা-ঠাকুমার কথা বললেই সাধারণত মিষ্টভাষী, পান চিবনো, নাঙু পাকানো, রোদদুপুরে আচার শুকোতে দেওয়া মানুষটির কথাই মনে পড়ে। যার কাছে অনায়াসেই সব আবদার রাখা যায়। কিন্তু হাতে বন্দুক নিয়ে ছুটে বেঙানো অর্জুনের মতো লক্ষ্যভেদী ঠাকুমা? ও বাবা! সে তো পুরুষদের কাজ! পুরুষদের হাতেই শোভা পায় কি না বন্দুক! তবে সেই ধারণা পালটে দিয়েছিলেন উত্তরপ্রদেশের দুই মহিলা বন্দুকবাজ চন্দ্র তোমর এবং প্রকাশী তোমর। আর উত্তরপ্রদেশের এরকমই দুই বন্দুকবাজ ঠাকুমার গল্প নিয়ে হাজির ‘সান্ড কি আঁখ’। নেপথ্যে প্রযোজক অনুরাগ কাশ্যপ। সোমবার প্রকাশ্যে এল সেই ছবির ট্রেলার।
বন্দুকবাজ দুই ঠাকুমার ভূমিকায় নজর কেড়েছেন তাপসী পান্নু এবং ভূমি পেড়নেকর। এদিন বেলা গড়াতেই প্রকাশ্যে এল ‘সান্ড কি আঁখ’-এর ঝলক। তা চন্দ্র তোমর এবং প্রকাশী তোমর কোথা থেকে পেল বন্দুক চালানোর এই লক্ষ্যভেদী শক্তি? পুরুষতান্ত্রিক সমাজের মুখে ঝামা ঘঁষে দিয়ে দুই মহিলা বন্দুকবাজের উক্তি, দিনরাত পরিবারের পুরুষদের থেকে গালিগালাজ খেয়ে। শুধু দেশীয় স্তরে নয়, এমনকী আন্তর্জাতিক স্তরেও খ্যাতিলাভ করেছিল উত্তরপ্রদেশের এই দুই বয়স্কা মহিলা বন্দুকবাজ। সেই ঝলকও মিলল ‘সান্ড কি আঁখ’-এর ট্রেলারে।