বিনোদন ডেস্ক:
কলকাতার নির্মাতা জয়দীপ মুখার্জির ‘রক্তমুখী নীলা’ ছবিতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববি। এতে তিনি অভিনয় করেছেন নীলা চরিত্রে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সব্যসাচী মিশরা। ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। এরই মধ্যে ববি দিলেন নতুন খবর।
জয়দীপ মুখার্জির পরবর্তী ছবিতেও অভিনয় করবেন এই অভিনেত্রী। গত ২০ সেপ্টেম্বর ছবিতে অভিনয়ের জন্য চুক্তবদ্ধও হয়েছেন তিনি। নাম চূড়ান্ত না হওয়া এই ছবিটি প্রযোজনা করবে অমলাদিত্য ফিল্মস।
ববি বলেন, ‘আগের ছবির গল্পটি ছিল থ্রিলার। তবে এবারের গল্পটি একেবারেই অন্য রকম। এবারও ছবির প্রধান চরিত্রে আমি অভিনয় করছি। আমার বিপরীতে থাকছে নতুন এক মুখ। সহশিল্পীদের ক্ষেত্রে বেশ কিছু চমক থাকবে। তবে এটি এখন না, জানা যাবে আগামী মাসে।’
এদিকে, গত রোজার ঈদে ববি অভিনীত ‘নোলক’ ছবিটি মুক্তি পেয়েছে। সাকিব সনেটের প্রযোজনা ও পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান। আর আছেন ওমর সানি, মৌসুমি, শহিদুল আলম সাচ্চু, রেবেকা, রজতাভ দত্ত, অনুভব মাহাবুব প্রমুখ।