স্বদেশ ডেস্ক: ৩৮ বছরের লংকাবাই খারাঁ আদতে নোমাডিক গোপাল জাতির মহিলা। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিজেদের ২০বার গর্ভবতী হওয়ার কথা জানালে আকাশ থেকে পড়েন উপস্থিত চিকিৎসকরা। বিরলতম ঘটনা। মহারাষ্ট্রের এক মহিলা ২০ বার গর্ভবতী হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিড জেলার ৩৮ বছরের ওই মহিলার ১৬বার সফলভাবে ডেলিভারি হয়েছে এবং তিনবার গর্ভপাত করিয়েছেন। চিকিত্সকরা জানিয়েছেন, বর্তমানে তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা। তাঁরা আরও জানিয়েছেন, প্রতিবার একটিকরে সন্তান প্রসব করলেও, তাঁদের মধ্যে বেশিরভাগ শিশুই কয়েক ঘন্টা অথবা প্রসবের কয়েকদিনের মধ্যেই মারা যায়। এইভাবে এখনও পর্যন্ত ১১টি শিশু জীবিত রয়েছে।
৩৮ বছরের লংকাবাই খারাঁ আদতে নোমাডিক গোপাল জাতির মহিলা। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিজেদের ২০বার গর্ভবতী হওয়ার কথা জানালে আকাশ থেকে পড়েন উপস্থিত চিকিত্সকরা। বিড জেলার সিভিল সার্জেন ড. অশোক থোরাঁ জানিয়েছেন, মহিলার প্রথম সন্তান হাসপাতালে হলেও, বাকি সবগুলোই বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে প্রসব করেছিলেন। ফলে শিশু ভূমিষ্ঠ হলেও নানান কারণে বাঁচানো যায়নি। তবে মহিলাকে পরীক্ষা করে তাঁকে কিছু পথ্য দেওয়া হয়েছে। বর্তমানে মা ও শিশু দুজনেই ভালো রয়েছেন।