স্বদেশ ডেস্ক: রংপুরের তারাগঞ্জ উপজেলায় আম বাগান পাহারার দেওয়ার সময় বজ্রপাতে দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সয়ার ইউনিয়ন এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার কাজীপাড়া শাইপুকুর এলাকার বাসিন্দা অহিদুল মিয়া (৪৫) ও একই উপজেলার বালাপুর চড়কডাঙ্গা এলাকার রাশেদ আলী (২৫)।
অন্যদিকে আহতরা হলেন-আলমপুর ইউনিয়নের লিপা আক্তার (২৫), সয়ার ডাঙ্গাপাড়া গ্রামের সোহাগী আক্তার (৩৫), ইকরচালী ইউনিয়নের আতাউর (১৫), সয়ার কাজীপাড়া গ্রামের মিনুরা বেগম (৪৮) ও ইকরচালী চড়কডাঙ্গা এলাকার রফিকুল ইসলামের মেয়ে রুমি (১৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন সয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আজম কিরণ। তিনি জানান, বৃহস্পতিবার রাতে আম বাগান পাহারা দেওয়ার সময় বজ্রপাত হয়। এ সময় দুজন ঘটনাস্থলেই নিহত হন।