শনিবার, ১১ মে ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নির্বাচনের পর বাড়ি ফিরেই মারধরের শিকার বিএনপিকর্মী মেয়ের জন্য বিশেষ আয়োজন পরীর মাস্টার্সেও পরীক্ষার মাধ্যমে ভর্তির কথা ভাবা হচ্ছে: ঢাবি উপাচার্য নৈরাজ্য করলে ডাবল শিক্ষা পাবে বিএনপি, আমরা বসে নেই: ওবায়দুল কাদের জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে উত্তাল ইউক্রেন ‘শয়তানের নিঃশ্বাস‘ নামের যে ড্রাগ প্রতারণায় ব্যবহার হচ্ছে দস্যুর দখলে লক্ষ্মীপুরের দ্বীপ চর মেঘা, বিপাকে দেড়শতাধিক কৃষক নিজ বাড়িতে চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ মালদ্বীপ থেকে সব সৈন্য প্রত্যাহার করেছে ভারত বাংলাদেশের জন্য মনোনীত মার্কিন বিশেষ রাষ্ট্রদূত মিল আগে যেসব দায়িত্ব পালন করেছেন
সজল-ভাবনার ‘গল্পটি শেষ হয়নি’

সজল-ভাবনার ‘গল্পটি শেষ হয়নি’

নাট্যকলা বিভাগের অধ্যাপক তার অল্প বয়সী স্ত্রীকে নিয়ে কক্সবাজার বেড়াতে এসেছেন। বেড়াতে এসে পড়েন নানা রকম বিড়ম্বনায়। কারণটা হলো সজল আর ভাবনা।

অন্যদিকে অনিক তার সুন্দরী বউকে নিয়ে বেড়াতে আসে। তাদের মধ্যেও সজল-ভাবনাকে নিয়ে ঝামেলা বাঁধে। অবাক তার বোন বন্যাকে নিয়ে বেড়াতে আসে। এদের সঙ্গেও দ্বন্দ্ব হয় সজল-ভাবনার। লীনা তার অল্প বয়সী মেয়েকে নিয়ে একই হোটেলে উঠে, ওদের মাঝেও চলে আসে সজল-ভাবনা।

সজল আর ভাবনার অত্যাচারে সবাই অতিষ্ট। অথচ তাদের সম্পর্কটা কি? কেউ তা জানে না। তারা থাকে হোটলের আলাদা দুই রুমে। এই দু’জনের জন্য সবার আনন্দটা নষ্ট হয়ে যাচ্ছে।

সবাই বিরক্ত হয়ে হোটেল ছেড়ে দেয়, ফিরে যায় নিজ বাড়িতে। তখন জানা যায়, কেন সজল-ভবনা তাদের বিরক্ত করেছিল? এমনই এক গল্প নিয়ে নিয়ে নির্মিত হয়েছে ১০ পর্বের ঈদের ধারাবাহিক নাটক ‘গল্পটি শেষ হয়নি’।

এটি রচনা ও পরিচালনা করেছেন মোহন খান। সজল-ভাবনার পাশাপাশি এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অবাক, বন্যা, অনিক, নাজিরা মৌ, স্নেহা, কিসলু, লীনা আহমেদ, ঊদয় খান, সোহানসহ অনেকে।

নির্মাতা জানান, ‘গল্পটি শেষ হয়নি’ নাটকটি প্রচার হবে ঈদের দিন থেকে ১০ম দিন পর্যন্ত রাত সাড়ে ৭টায় এটিএন বাংলায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877