রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

বিয়ে করলেন কণ্ঠশিল্পী কনা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯

স্বদেশ ডেস্ক: নীরবে বিয়ের কাজটি সেরে ফেলেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। বর ব্যবসায়ী গোলাম মো. ইফতেখার। বন্ধুমহলে তিনি ‘গহীন’ নামে পরিচিত।

কনা জানান, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে গত ২১ এপ্রিল তারা বিয়ে করেন। একেবারে ঘরোয়া পরিবেশে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। আসলে আমরা চাই না ব্যক্তিগত বিষয়গুলো প্রচারে আসুক। তাই বিয়ের বিষয়ে কিছু বলা হয়নি। যাই হোক, সামনে ধুমধাম করে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।’

জানা গেছে, কনার সঙ্গে গহীনের সাত বছরের প্রেম। এ নিয়ে শোবিজ পাড়ায় বেশ কয়েকবার গুঞ্জন উঠলেও, দুজনের কেউই এ বিষয়ে মুখ খুলেননি। গোলাম মো. ইফতেখারের বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ