শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

৩ মাসের জন্য নিষিদ্ধ মেসি

৩ মাসের জন্য নিষিদ্ধ মেসি

স্বদেশ ডেস্ক:

দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় আন্তর্জাতিক ফুটবল থেকে আগামী তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে আর্জেন্টিনার তারকা ফুটবলার ও অধিনায়ক লিওনেল মেসিকে।সেইসঙ্গে তার জরিমানা করা হয়েছে ৫০ হাজার ইউএস ডলার।

দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমিবল এই নিষেধাজ্ঞা আদেশ জারি করেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে,চিলির বিরুদ্ধে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কনবিলমকে দুর্নীতিগ্রস্থ বলে মন্তব্য করায় এই শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার।

শাস্তির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন মেসি।তিনি এই আদেশের বিরুদ্ধে আপিল করতে সময় পাবেন সাত দিন।

এই নিষেধাজ্ঞার ফলে বার্সেলোনার তারকা ফুটবলার মেসি আর্জেন্টিনার হয়ে তিনটি প্রীতি ম্যাচ খেলতে পারবেন না। ম্যাচগুলো আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে চিলি, জার্মানি ও মেক্সিকোর বিপক্ষে রয়েছে।

এর আগে মেসিকে এক ম্যাচের নিষেধাজ্ঞা ও জরিমানা করেছিল কনমিবল।

আর্জেন্টিনা ২-১ গোলে জেতার পর পদক নিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাননি মেসি। পরে আয়োজক ও রেফারিরা ব্রাজিলকে শিরোপা জেতাতে ‘দুর্নীতি করেছে’ বলে মন্তব্য করেছিলেন তিনি।

আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপের বাছাই পর্ব শুরু হবে ২০২০ সালের মার্চে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877