স্বদেশ ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের লাশ রংপুরে পৌঁছেছে। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে তার লাশ নেয়া হয়।
এ মাঠে দুপুর দেড়টায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানাজায় ইমামতি করবেন রংপুর করিমিয়া নুরুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মুহম্মদ ইদ্রিস আলী। তাকে সমাহিত করতে পল্লীনিবাসের লিচু বাগানে প্রস্তুত করা হয়েছে কবর। তবে দলের পূর্বসিদ্ধান্ত অনুযায়ী জানাজা শেষে এরশাদের লাশ ঢাকায় নিয়ে গিয়ে বনানীর সামরিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
এদিকে, এরশাদের জানাজা ঘিরে রংপুর শহরে জমায়েত হচ্ছেন হাজারো মানুষ। রংপুর ছাড়াও আশপাশের জেলাগুলো থেকে লোকজনের আগমন ঘটছে।