স্বদেশ ডেস্ক ॥ লাতিন আমেরিকান মানবাধিকার সংগঠনগুলো আর্জেন্টিনায় রোহিঙ্গাদের ওপর গণহত্যার অপরাধে মিয়ানমারের নেত্রী অং সান সু চিসহ তার সেনাবাহীর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। মুসলিম এবং অন্য সংখ্যালঘু গোষ্ঠীর ওপর সামরিক বাহিনীর হামলার কারণে মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য এই প্রথম কোনো আইনি পদক্ষেপের মুখোমুখি হতে যাচ্ছেন অং সান সু চি। ‘ইউনিভার্সাল জুরিসডিকশন’ বা ‘বৈশ্বিক বিচার-দায়বদ্ধতার’ আওতায় দায়ের করা মামলায় রোহিঙ্গাদের ওপর যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলে বলা হয়, এ ধরনের নৃশংস অপরাধ কেবল একটি জাতির প্রতি হয়নি, (বিচার না হলে) এটা যে কোথাও হতে পারে।