স্পোর্টস ডেস্ক: এক দর্শকের বাজে আচরণে হঠাৎ করেই মেজাজ হারান মুশফিক। রেগে গিয়ে গ্যালারিতে ঢুকে ওই দর্শককের মুখোমুখী হন।
রোববার প্রস্তুতি ম্যাচে সবুজ দলের বিপক্ষে ৩ বলে ৪ রান করে আউট হয়ে ফিরছিলেন ড্রেসিংরুমে। প্যাভিলিয়নের কাছাকাছি আসতেই এক সমর্থক উড়ো মন্তব্য করে বসেন মুশফিকের উদ্দেশ্যে। এমনিতে জেন্টলম্যান ক্রিকেটার হিসেবে পরিচিত মুশফিক এদিন দর্শকের খোঁচায় ক্ষিপ্ত হয়ে ওঠেন।
ড্রেসিংরুমে ফিরে ব্যাট ও হেলমেট রেখে প্রাচীর টপকে মুশফিক উঠে পড়েন গ্র্যান্ড স্ট্যান্ডে।
ভারত সফরের প্রস্তুতি হিসেবে এদিন শেরেবাংলা স্টেডিয়ামে নিজেদের মধ্যে দুটি দল করে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। এই ম্যাচের সময়ই ঘটেছে ঘটনাটি।
মুশফিক আউট হওয়ার পর তাঁকে উদ্দেশ করে দর্শকের মন্তব্য ছিল, ‘ব্যাটে তাকিয়ে কী করবেন। আমাকে দেখেন।’ তর্জনী তুলে মুশফিক জবাব দিয়েছেন, ‘তোমাকে দেখে কী করব! এ রকম আর করবেন না।’
যদিও ইমরানকে অবশ্য মুশফিক নিজেই বাঁচিয়েছেন। প্রথমে মেজাজ হারালেও ইমরানকে ছেড়ে দিতে বলেন অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যানই। এর ঘণ্টা খানেক পর ছেড়ে দেয়া হয় তাকে। তবে তাকে আর মাঠে বসে খেলা দেখতে দেয়া হয়নি।