বিনোদন ডেস্ক: এবার নিউ ইয়র্কে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘সাপলুডু’। ছবির মুক্তি উপলক্ষে এরই মধ্যে সেখানে পৌঁছে গেছেন নায়ক আরিফিন শুভ। নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাস-এ ৭ দিনে ছবির ১৮ শো দেখানো হবে।
২৫ এবং ২৬ অক্টোবর শো টাইমে সিনেমা হলে উপস্থিত থাকবেন আরিফিন শুভ। এ কথা ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন শুভ। এই নায়ক তার ভক্তদের সিনেমা হলে এসে ‘সাপলুডু’ উপভোগ করার আমন্ত্রণ জানান। প্রথমদিনের শো স্থানীয় সময় বিকেল ৪ টা, সন্ধ্যা ৭ টা এবং রাত ১০ টায় প্রদর্শিত হবে।
গেল ২৭ সেপ্টেম্বর সারাদেশে মুক্তি পায় ‘সাপলুডু’ ছবিটি। দেশের সাফল্যের পর ১৮ ও ১৯ অক্টোবর রোমের নোভো সিনেমা অ্যাকুইলা প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হয়। সেখানে দুইদিনে ছবির মোট ৬টি শো দেখানো হয়। নিউ ইয়র্ককেও ছবিটি সাফল্যের ধারা অব্যাহত রাখবে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘সাপলুডু’ পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে ছিলেন আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে। ছবিটির প্রযোজক হিসেবে রয়েছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।