স্বদেশ ডেস্ক: বগুড়ার ধুনট উপজেলায় মাদক কেনার টাকা চেয়ে না পাওয়ায় মায়ের হাত-পা বেঁধে শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে মাদকাসক্ত ছেলে সোহানুর রহমান খোকন (২৯)। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে মাদকাসক্ত ছেলেকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার চিকাশি ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি ওই এলাকার আবদুস সামাদের ছেলে।
স্থানীয়রা জানান, সোহানুর রহমান খোকন দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন করে আসছে। বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে মা-বাবার কাছ থেকে প্রতিদিন মাদক কেনার জন্য টাকা নেয়। এরই ধারাবাহিকতায় রোববার মা-বাবার কাছে মাদক দ্রব্য কেনার টাকা দাবি করে সোহানুর। কিন্ত মা-বাবা টাকা দিতে অস্বীকার করে। এতে মা-বাবার ওপর ক্ষুব্ধ হয়ে তাদের মারপিট করতে শুরু করে। এ সময় ছেলের ভয়ে বাবা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
তখন মা খুকি বেগমকে (৬৫) ধরে নিয়ে ঘরের ভেতর খাটের সঙ্গে হাত-পা বেঁধে শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় সোহানুর। আগুনে খুকি বেগমের শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ হয়। এ সময় খুকি বেগমের চিৎকারে প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে পৌঁছে সোহানুরকে আটক করে গণধোলাই দেয় এবং তার মাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, মাদক দ্রব্য কেনার টাকা না পেয়ে খুকি বেগমের শরীরে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে তার ছেলে সোহানুর। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিদগ্ধ খুকি বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মারধরে আহত সোহানুর রহমানকে আটক করে চিকিৎসার পর থানা হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।