স্বদেশ ডেস্ক: ব্রুকলিন কমিউনিটির একটি অনলাইন বোর্ড সভা বুধবার রাতে ছিনতাই করেছিল হস্তমৈথুনরত এক ‘হ্যাকার।’ ফলে আয়োজকরা সভা স্থগিত করতে বাধ্য হয়েছিলেন। পরে অবশ্য এজন্য দুঃখপ্রকাশ করে সভাটি হয়েছিল। কনি আইল্যান্ড হেলথ সেন্টারের এক প্রতিনিধি যৌনবাহিত রোগ নিয়ে কথা বলার সময়ই বিকৃত যৌনবাতিকগ্রস্ত ওই লোকের আবির্ভাব ঘটে এবং পরিবেশ নষ্ট করে ফেলে। জানা গেছে, এসডিটি আলোচনার সময় স্ক্রিনের ওপরের বাম কোণে স্বমেহনে নিয়োজিত ব্যক্তিটিকে দেখা যায়। এতে সভায় বড় ধরনের বিভ্রান্তি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। একই সময় বেশ কিছু অশ্লীল ও বর্ণবাদী শব্দও উচ্চারিত হয়। এমনকি এমন ঘোষণাও শোনা যায় : ‘এই সভা পর্নগ্রাফিক হিসেবে চিহ্নিত হলো। আর আমাকে যদি হোস্ট না করো এবং বিষয়টির সমাধান না করো, তবে সভা পাঁচ মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে।’ এরপর একই ব্যক্তিকে স্ক্রিনে হস্তমৈথুন করতে দেখা যায়। এরপর সিবি ১৩-এর সভাপতি মুজিকা দিয়াজ সবাইকে লগ অফ করতে বলেন। সভায় অংশগ্রহণকারী এক ব্যক্তি বলেন, ‘হ্যাকের ঘটনা ঘটেছিল। এটি ছিল পর্ন হ্যাক। একেবারে সামনাসামনি ঘটনা ঘটে! সবাই অবাক হয়ে গিয়েছিল।’ পরে নতুন লিঙ্ক পাঠিয়ে সভা শুরু হয়। সভাপতি দিয়াজ ওই ঘটনার জন্য ক্ষমা চেয়ে পুরো দায় হ্যাকারের ওপর চাপিয়ে দেন। তিনি বলেন, ‘কারিগরি জটিলতার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। আমরা জানি না কী হয়েছিল। তবে বুঝতে পারছি যে আমরা হ্যাকের শিকার হয়েছিলাম।’ অবশ্য নিউইয়র্কের স্থানীয় সরকারের বৈঠকগুলোতে এক্স-রেটেড হ্যাক নতুন কিছু নয়। কোভিড-১৯-এর সময় থেকেই অনেক সভা অনলাইনে হচ্ছে এবং হ্যাকও হচ্ছে। বিস্তারিত...
স্বদেশ ডেস্ক: টুইটারে অল্প বয়স্কা মেয়েদের পর্ন ছবির খোঁজ করা, তাদের সাথে ভিডিও সেক্স চ্যাট করা এবং বাসার ল্যাপটপে চার শতাধিক যৌন অপব্যবহারের ছবি মজুত করার অভিযোগ আনা হয়েছে নিউইয়র্কের এক পুলিশ (এনওয়াইপিডির) সদস্যের বিরুদ্ধে। টিমোথি মার্টিনেজ নামের ৪৩ বছর বয়স্ক ওই পুলিশ সদস্যদের কম্পিউটারটি ২০১৯ সালে জব্দ করার পর এসব ভয়াবহ অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করেছে ফেডারেল আইনজীবীরা। ব্রুকলিন ফেডারেল কোর্টে শুনানিকালে প্রসিকিউটর উইলিয়াম ক্যাম্পোস জানান ‘মার্টিনেজ অল্প বয়স্কা মেয়েদের সাথে লাইভ ডিভিও চ্যাট করতেন, তাদের স্পর্শকাতর অঙ্গ প্রদর্শন করতে বলতেন, হস্তমিথুন করতেন।’ তবে আসামিপক্ষের আইনজীবী পিটার ব্রিল বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আদালতে বলেন যে তার মক্কেলের ল্যাপটপে যেসব ছবি পাওয়া গেছে, সেগুলো আসলে ইরাক, আফগানিস্তান ও রোমানিয়ার সামরিক ঘাঁটিতে মোতায়েন শত শত সৈন্যের মজুত করা ছবি। তিনি জানান, ল্যাপটপটি শত শত সৈন্য গণভাবে ব্যবহার করেছে। উল্লেখ্য, ওই পুলিশ সদস্যকে ২০২০ সালের ফেব্রুয়ারিতে গ্রেফতার করা হয়। তবে ওই সময় তিনি দেড় লাখ ডলার বন্ডে জামিন পেয়েছিলেন। তার দীর্ঘ প্রতীক্ষিত বিচার এখন শুরু হলো। অভিযোগগুলো প্রমাণিত হলে তার কমপক্ষে ১৫ বছরের কারাদ- হবে। সরকার পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, মার্টিনেজ অল্প বয়স্কা মেয়েদের সাথে স্কাইপিতেও চ্যাট করতেন। তাদের কাছে অন্তত দুটি এ ধরনের সেক্স চ্যাটের কপি রয়েছে। বিস্তারিত...
স্বদেশ ডেস্ক: লং আইল্যান্ড-কুইন্স এক্সপ্রেসওয়েতে যারা প্রতিদিন চলাচল করেন, তারা এখন জরিমানা আতঙ্কে পড়েছেন। লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে মোবাইল স্পিড ক্যামেরা বসানোর ফলে এখন তারা বেশ বিপদে রয়েছেন। অবশ্য অনেকেই মনে করছেন, মোবাইল ক্যামেরা বসানো একটি ভালো উদ্যোগ। বিশেষ করে গাড়িচালক ও শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখলে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো প্রতিরোধ করা দরকারই ছিল। নর্থইস্ট কুইন্স এবং নাসাউ অ্যান্ড সাফোক কাউন্টির বিভিন্ন অবস্থানে এসব মোবাইল স্পিড ক্যামেরা বসানো হয়েছে। একটি সূত্র জানিয়েছে, ৪৫ মিনিটের একটি ট্রায়ালে সাড়ে ছয় হাজার নিয়ম লঙ্ঘন ধরা পড়েছে। প্রতিটি লঙ্ঘনে ৫০ ডলার করে জরিমানা ধরা হলে এতে মোট জরিমানা হয় তিন লাখ ২৫ হাজার ডলার। বিস্তারিত...
স্বদেশ ডেস্ক: অন্যান্য রাজ্যের নিউইয়র্ক সিটিতে অভিবাসী পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট অ্যাজেন্সির (এফইএমএ) প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। চলতি সপ্তাহে তিন দিনে ১৩ শ’ অভিবাসী আসার প্রেক্ষাপটে এই আহ্বান জানালেন তিনি। অভ্যন্তরীণ বাজেট নিয়ে ব্রিফ করার সময় ‘হতাশ’ অ্যাডামস এই আবেদন জানিয়েছেন। তিনি জানান, অন্যান্য রাজ্য ফেডারেল অ্যাজেন্সির অর্থে বাসভর্তি করে অভিবাসীদের নিউইয়র্ক সিটিতে পাঠাচ্ছে। এফইএমএর উচিত হবে এটা বন্ধ করা। কারণ, অভিবাসীদের পেছনে অনেক অর্থ ব্যয় হচ্ছে। নিউইয়র্ক সিটির জন্য এটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘এফইএমএ কেন অন্য সব রাজ্যকে অর্থ দিচ্ছে বাসভর্তি করে লোকজনকে নিউইয়র্ক সিটিতে পাঠানোর জন্য?’ নিউইয়র্ক সিটিতে গত তিন দিনে ১৩ শ’ এবং ১৯ এপ্রিল থেকে ২৩ শ’ অভিবাসী নিউইয়র্কে এসেছে। তাদের আশ্রয় দেওয়ার জন্য আটটি নতুন শেল্টার চালু করা হয়েছে। অ্যাডামস এই সমস্যা সমাধানে হোয়াইট হাউসের সহায়তা কামনা করেছেন। এ ব্যাপারে যথাযথ সহায়তা না করার জন্য তিনি গত সপ্তাহে ফেডারেল সরকারের তীব্র সমালোচনাও করেন। এফইএমএ অভিবাসীবিষয়ক সমস্যা লাঘব করার জন্য ৮০০ মিলিয়ন ডলার প্রদান করার প্রস্তুতি নিচ্ছে। অ্যাডামস চান, ওই অর্থ থেকে ৬৫০ মিলিয়ন ডলার যেন নিউইয়র্ক সিটিকে দেওয়া হয়। এখন পর্যন্ত নিউইয়র্ক সিটি মাত্র আট মিলিয়ন ফেডারেল সহায়তা পেয়েছে। নিউইয়র্ক সিটিতে বাসভর্তি করে অভিবাসীদের পাঠানোর কাজ শুরু করেন টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবোট। গত সামারে তার রাজ্যে আসা অভিবাসীদের তিনি পাঠিয়ে দিয়েছিলেন। এর পর থেকে নিউইয়র্ক সিটিতে ৫৮ হাজার ৩০০ অভিবাসী এসেছে। এদের মধ্যে ৩৬ হাজার ১০০ অভিবাসী বর্তমানে নগরী-পরিচালিত শেল্টার ও মানবিক ত্রাণ কেন্দ্রগুলোতে অবস্থান করছে। অভিবাসীদের পাঁচটি বরোর ১২০টি হোটেল ও শেল্টারে রাখা হয়েছে। বিস্তারিত...
স্বদেশ ডেস্ক: পরীক্ষামূলক বাজেট চুক্তির আওতায় নিউইয়র্ক সিটিতে আগামী বছর ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ১৫ ডলার থেকে ১৬ ডলার এবং ২০২৬ সালে ১৭ ডলার হবে বলে গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছেন। তিনি ক্যাপিটলে সাংবাদিকদের বলেন, ‘নিউইয়র্কাররা হিমশিম খাচ্ছে। তারা যাতে তাদের বাড়ি ভাড়া দিতে পারে, ইউটিলিটি বিল পরিশোধ করতে পারে, তাদের সন্তানদের জন্য খাবার ক্রয় করতে পারে, সেজন্য আমরা বেতন বাড়াতে চাচ্ছি।’ প্রস্তাব অনুযায়ী নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও ওয়েস্টচেস্টার কাউন্টিতে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ন্যূনতম বেতন এক ডলার করে বাড়বে। আর ২০২৬ সাল পর্যন্ত প্রতি বছর বাড়বে ৫০ সেন্ট করে। গভর্নর হোকুল ১ ফেব্রুয়ারি তার খসড়া বাজেটে যতটুকু প্রস্তাব করেছিলেন, এই বৃদ্ধি তার চেয়ে বেশি। সিনা কলেজের এক জরিপে দেখা গেছে, ৭০ ভাগ ভোটার এই বৃদ্ধিকে সমর্থন করেছে। এমনকি রিপাবলিকানরা পর্যন্ত একে সমর্থন করেছে। তবে ব্যবসায়ী নেতারা বলছেন, করোনাভাইরাস মহামারির ধকল এখনো কাটানো সম্ভব হয়নি। এখন এই বেতন বৃদ্ধি ব্যবসায়ে নেতিবাচক প্রভাব পড়বে। তবে বেতন বাড়ানোর ফলে শ্রমিক ছাঁটাই এবং তাদের বদলে রোবট নিয়োগের পথ সুগম করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কুইন্স চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট টম গ্রেচ। তিনি জানিয়েছেন, মজুরি বৃদ্ধি হজম করা কঠিন। কারণ ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠান মজুরি বৃদ্ধিতে কুলুতে না পেরে অটোমেশনের দিকে যাবে। বিস্তারিত...
স্বদেশ ডেস্ক: নিউইয়র্ক সিটির বাজেট ২০২৪ সালে রেকর্ড ১০৬.৭ বিলিয়ন ডলার হবে বলে জানিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। তিনি জানিয়েছেন, অভিবাসন সঙ্কট, মুদ্রাস্ফীতি ও নতুন শ্রমচুক্তির কারণে বাজেটের আকার ভয়াবহ মাত্রায় বেড়ে যাবে। অ্যাডামস বলেন, আমরা যেসব চ্যালেঞ্জের মুখে পড়েছি, সেগুলো বাস্তব। আশ্রয়প্রার্থীদের নিয়ে সঙ্কট, শ্রমচুক্তিতে তহবিলের সংস্থান করা এবং কর রাজস্ব প্রবৃদ্ধিতে মন্থরতার বিষয়গুলো মাথায় রেখে বাজেট অবশ্যই বুদ্ধিমত্তার সাথে প্রণয়ন করতে হবে। তিনি বলেন, অভিবাসীদের আশ্রয় দিতে গিয়ে নগরীর ওপর চাপ সৃষ্টি হচ্ছে। ২০২৫ সাল নাগাদ এ খাতে ৫.৩ বিলিয়ন ডলার ব্যয় হবে বলে তিনি মন্তব্য করেন। অ্যাডামস বলেন, ‘কিছু কিছু বিষয় আমাদের অব্যাহত অগ্রগতির প্রতি হুমকি সৃষ্টি করেছে। এর একটি হলো আশ্রয়প্রার্থী সঙ্কট।’ তিনি বলেন, ‘এই খাতে আমাদের সম্ভবত চলতি অর্থবছরে ১.৪ বিলিয়ন ডলার ব্যয় করতে হবে। আর আগামী বছর ব্যয় হবে ২.৯ বিলিয়ন ডলার।’ তিনি বলেন, নগরী বর্তমানে ৩৫ হাজারের বেশি অভিবাসীকে লালন করছে। তাদেরকে পাঁচটি বরার হোটেল ও শেল্টারগুলোতে রাখা হয়েছে। তবে অ্যাডামস এখন সবচেয়ে বড় যে আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন তা হলো নতুন শ্রমচুক্তির কারণে যে অর্থ পরিশোধ করতে হবে তা। নগরীর তিন লাখ ২৮ হাজার শ্রমশক্তিকে নতুন চুক্তির ফলে বর্ধিত পারিশ্রমিক দিতে হবে। তার প্রশাসন ইতোমধ্যেই দুটি গুরুত্বপূর্ণ শ্রমিক ইউনিয়নের সাথে চুক্তি করেছে। এ দুটি ইউনিয়নের একটি হলো ডিস্টিক্ট কাউন্সিল ৩৭ এবং পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন। এর ফলে নগরীকে ২০২৩ থেকে ২০২৭ সালের সময়কালে প্রায় ১৭ বিলিয়ন ডলার দিতে হবে। বিস্তারিত...
স্বদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে অভিবাসীদের আগমন ঠেকানোর জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে বাইডেন প্রশাসন। এসবের মধ্যে রয়েছে ল্যাতিন আমেরিকার বিভিন্ন দেশে মাইগ্রেন্ট প্রসেসিং সেন্টার প্রতিষ্ঠা, ডির্পোটেশন বৃদ্ধি এবং বৈধ অভিবাসন ব্যবস্থা সম্প্রসারণ। এদিকে বাইডেন প্রশাসন নতুন যে নিয়ম চালু করতে চাচ্ছে, তাতে বলা হয়েছে যে অবৈধভাবে প্রবেশ করলে অভিবাসীদের আশ্রয় প্রাপ্তির মর্যাদা দেওয়া হবে না। মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন যে এতে করে অবৈধ অভিবাসন-প্রক্রিয়া হ্রাস পাবে। মার্কিন কর্মকর্তারা টাইটেল ৪২ নামের করোনাকালীন অভিবাসন-প্রতিরোধী আইন বাতিল করার উদ্যোগ গ্রহণের প্রেক্ষাপটে নতুন ব্যবস্থা গ্রহণ করছে বাইডেন প্রশাসন। ওই আইনে আশ্রয়প্রার্থীদের বহিষ্কার করার ব্যবস্থা ছিল। আগামী ১১ মে টাইটেল ৪২ বাতিল হয়ে যাওয়ার কথা রয়েছে। মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন, ওই আইন বাতিল হয়ে যাওয়ার পর অভিবাসীদের ঢল নামবে। এমনকি দিনে ১০ থেকে ১৩ হাজার পর্যন্ত অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাইবে বলে তারা আশঙ্কা করছেন। এমনকি ইতোমধ্যেই অবৈধভাবে সীমান্ত ক্রসিং বেড়ে গেছে বলে এক সিনিয়র মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, বর্ডার পেট্রোল কেবল মঙ্গলবারই ৭,৫০০ অভিবাসীকে সীমান্ত অতিক্রম করতে দেখেছে। এটি মার্চের দৈনিক গড়ের চেয়ে ৪০ ভাগ বেশি। ল্যাতিন আমেরিকায় যেসব প্রসেসিং সেন্টার চালু করার কথা রয়েছে সেগুলোতেই যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশ করার বিষয়টি যাচাই-বাছাই করা হবে। এমনকি উদ্বাস্তুরা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর কোথায় থাকবে, তাদের পরিবারের ভিসা প্রোগ্রাম, সাময়িক ওয়ার্ক ভিসা ইত্যাদি কাজও সেখানেই সম্পন্ন করা হবে। ল্যাতিন আমেরিকার চোক-পয়েন্টগুলোতে হবে এসব সেন্টার। কলম্বিয়া ও গুয়েতেমালায় প্রথমে এসব সেন্টার প্রতিষ্ঠা করা হবে। এই প্রক্রিয়া সম্প্রসারণ করার জন্য যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই কয়েকটি দেশের সাথে আলোচনা শুরু করেছে। এক যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী অন্থনি ব্লিকেন ও হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্দ্রো মেয়োরকাস বলেন, আঞ্চলিক প্রসেসিং হাবগুলো মাসে পাঁচ থেকে ছয় হাজার অভিবাসীর কাজ সম্পন্ন করবে বলে ধারণা করা হচ্ছে। প্রশাসন আরো জানিয়েছে যে তারা পরিবার পুনঃমিলন কর্মসূচিটি সম্প্রসারণ করবে। বর্তমানে এটি হাইতি ও কিউবান অভিবাসীদের জন্য প্রযোজ্য। এটি কলম্বিয়া, গুয়েতেমালা, এল স্যালভাডর, হন্ডুরাসের অভিবাসীদের জন্যও চালু করা হবে। বিস্তারিত...
স্বদেশ ডেস্ক: ১২ জন বিদেশি পাইলটকে প্রশিক্ষণ দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অত্যাধুনিক ড্রিমলাইনার ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে তাদের। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার এভিয়েশন ইতিহাসে নবদিগন্তের সূচনা করেছে বিমান। বিস্তারিত...