সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন

কুইন্সের গাড়ি চালকেরা ভয়ঙ্কর জরিমানা আতঙ্কে

কুইন্সের গাড়ি চালকেরা ভয়ঙ্কর জরিমানা আতঙ্কে

স্বদেশ ডেস্ক:

লং আইল্যান্ড-কুইন্স এক্সপ্রেসওয়েতে যারা প্রতিদিন চলাচল করেন, তারা এখন জরিমানা আতঙ্কে পড়েছেন। লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে মোবাইল স্পিড ক্যামেরা বসানোর ফলে এখন তারা বেশ বিপদে রয়েছেন।

অবশ্য অনেকেই মনে করছেন, মোবাইল ক্যামেরা বসানো একটি ভালো উদ্যোগ। বিশেষ করে গাড়িচালক ও শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখলে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো প্রতিরোধ করা দরকারই ছিল।

নর্থইস্ট কুইন্স এবং নাসাউ অ্যান্ড সাফোক কাউন্টির বিভিন্ন অবস্থানে এসব মোবাইল স্পিড ক্যামেরা বসানো হয়েছে। একটি সূত্র জানিয়েছে, ৪৫ মিনিটের একটি ট্রায়ালে সাড়ে ছয় হাজার নিয়ম লঙ্ঘন ধরা পড়েছে। প্রতিটি লঙ্ঘনে ৫০ ডলার করে জরিমানা ধরা হলে এতে মোট জরিমানা হয় তিন লাখ ২৫ হাজার ডলার।

ইউনিভার্সিটি কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিক অ্যাফেয়ায়ার্সের এসজেইউ অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ব্রাউন বলেন, লোকজনের আচরণ সংযত করার জন্য সরকার আইন প্রণয়ন, বিধিনিষেধ আরোপ ও জরিমানা আরোপ করতে পারে। এখন সরকার প্রযুক্তি ব্যবহার করছে। এই ক্যামেরা যদি শ্রমিকদের সুরক্ষা দিতে লাগানো হয়ে থাকে, তবে ঠিক আছে। এমন কিছু করাই দরকার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877