স্বদেশ ডেস্ক:
টুইটারে অল্প বয়স্কা মেয়েদের পর্ন ছবির খোঁজ করা, তাদের সাথে ভিডিও সেক্স চ্যাট করা এবং বাসার ল্যাপটপে চার শতাধিক যৌন অপব্যবহারের ছবি মজুত করার অভিযোগ আনা হয়েছে নিউইয়র্কের এক পুলিশ (এনওয়াইপিডির) সদস্যের বিরুদ্ধে।
টিমোথি মার্টিনেজ নামের ৪৩ বছর বয়স্ক ওই পুলিশ সদস্যদের কম্পিউটারটি ২০১৯ সালে জব্দ করার পর এসব ভয়াবহ অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করেছে ফেডারেল আইনজীবীরা। ব্রুকলিন ফেডারেল কোর্টে শুনানিকালে প্রসিকিউটর উইলিয়াম ক্যাম্পোস জানান ‘মার্টিনেজ অল্প বয়স্কা মেয়েদের সাথে লাইভ ডিভিও চ্যাট করতেন, তাদের স্পর্শকাতর অঙ্গ প্রদর্শন করতে বলতেন, হস্তমিথুন করতেন।’
তবে আসামিপক্ষের আইনজীবী পিটার ব্রিল বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আদালতে বলেন যে তার মক্কেলের ল্যাপটপে যেসব ছবি পাওয়া গেছে, সেগুলো আসলে ইরাক, আফগানিস্তান ও রোমানিয়ার সামরিক ঘাঁটিতে মোতায়েন শত শত সৈন্যের মজুত করা ছবি। তিনি জানান, ল্যাপটপটি শত শত সৈন্য গণভাবে ব্যবহার করেছে।
উল্লেখ্য, ওই পুলিশ সদস্যকে ২০২০ সালের ফেব্রুয়ারিতে গ্রেফতার করা হয়। তবে ওই সময় তিনি দেড় লাখ ডলার বন্ডে জামিন পেয়েছিলেন।
তার দীর্ঘ প্রতীক্ষিত বিচার এখন শুরু হলো। অভিযোগগুলো প্রমাণিত হলে তার কমপক্ষে ১৫ বছরের কারাদ- হবে।
সরকার পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, মার্টিনেজ অল্প বয়স্কা মেয়েদের সাথে স্কাইপিতেও চ্যাট করতেন। তাদের কাছে অন্তত দুটি এ ধরনের সেক্স চ্যাটের কপি রয়েছে।
তারা জানান, একবার তিনি ১৩ বছরের এক বালিকার সাথে অনলাইনে সাক্ষাত করেন। তিনি তার আনন্দের জন্য কৌশলে ওই শিশুকে ‘তার সব পোশাক খুলে ফেলতে রাজি করান।’