শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

৪০-এর পরে নতুন প্রেম? ঘনিষ্ঠ হলে যা যা মনে রাখবেন

৪০-এর পরে নতুন প্রেম? ঘনিষ্ঠ হলে যা যা মনে রাখবেন

স্বদেশ ডেস্ক:

বয়স চল্লিশ পেরিয়েছে মানেই, আর প্রেম বা নতুন সম্পর্ক হবে না— এমনটা নয়। কিন্তু চল্লিশের পরে শরীরে বেশ কিছু বদল আসে। এই বয়সে এসে নতুন সম্পর্ক শুরুর আগে তাই কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। বিশেষ করে নতুন কারও সঙ্গে যৌনসম্পর্কের শুরুর আগে কয়েকটি কথা খেয়াল রাখতেই হবে।

  • পুরুষদের মনে রাখা উচিত, ৪০ বছরের পর থেকে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ কমতে শুরু করে। ফলে যৌন সম্পর্কের উৎসাহ কমে যেতে পারে। এটি মোটেই অস্বাভাবিক নয়। নতুন সম্পর্কের আগে এই বিষয়টি মাথায় রাখা দরকার।
  • যৌনতার বিষয়ে এক এক জনের এক এক রকম ইচ্ছা-অনিচ্ছা থাকে। নতুন সম্পর্কের গোড়াতেই সেই বিষয়ে পরস্পরের কাছে পরিষ্কার থাকা উচিত। কোনো কথা গোপন রাখা উচিত নয়।
  • বেশি বয়সে অনেক পুরুষেরই বন্ধ্যত্বের সমস্যা বা ইরেকটাইল ডিসফাংশন দেখা দেয়। সেটি মাথায় রাখা উচিত।
  • আগের সম্পর্কগুলির চাওয়া পাওয়ার অবস্থা কী রকম ছিল? সেই সম্পর্কগুলিতে যৌনতা কেমন ভূমিকা পালন করত? বর্তমান সঙ্গী বা সঙ্গিনীকে কি সেই কথা জানাতে চান? তা হলে কোনও সংশয় রাখবেন না। সম্পর্কের গোড়াতেই স্পষ্টভাবে জানিয়ে দিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877