স্পোর্টস ডেস্ক:
বল টেম্পারিংয়ের দায়ে ক্যারিবীয় দলের অন্যতম নির্ভরযোগ্য তারকা নিকোলাস পুরানকে নিষিদ্ধ করেছে আইসিসি। চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে।
ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বল বিকৃত করেছিলেন পুরান। বিষয়টি ভিডিও ফুটেজে ধরা পরার পর বিশ্লেষণে উঠে এসেছে তার অপরাধের কথা।
তদন্ত শুর হওয়ার পর এ বিষয়ে নিজের অপরাধের কথা স্বীকারও করেছেন পুরান।
বল বিকৃত করলে নুন্যতম চারটি সাসপেনশন পয়েন্ট দেয়া হয় যা পাঁচটি ডিমেরিট পয়েন্টের সমান। কোন খেলোয়াড় এটা করলে তাকে পরের দুটি টেস্ট কিংবা চারটি ওয়ানডে বা চারটি টুয়েন্টি ম্যাচ নিষিদ্ধ করা হয়।
ক্যারিবিয়দের সূচি অনুযায়ী পুরান পরের চারটি টি-টুয়েন্টি খেলতে পারবে না। এই চারটির মধ্যে তিনটি হল আফগানিস্তান ও একটি ভারতের বিপক্ষে ম্যাচে।