স্বদেশ ডেস্ক ॥ এক ধাক্কায় অনেকটা বেতন কমলে তার প্রভাব দেখা যেতে পারে আমাদের ব্রেনেও। সম্প্রতি একটি গবেষণা চালিয়ে এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা। ২৫%-এর বেতন কমে গেলে মাথায় পাগলামির লক্ষণ দেখা দিতে পারে বলে জানিয়েছেন তাঁরা। আর্থির মন্দার বাজারে যে ভাবে বিভিন্ন কোম্পানি কর্মী ছাঁটাই করছে, সেই প্রেক্ষিতে এই গবেষণার ফল বেশ ভীতিপ্রদ বলে মনে করছেন অনেকেই।
২০০০-২০১০ এর মধ্যে বিশ্বজুড়ে নেমে এসেছিল প্রবল আর্থিক মন্দা। সেই সময় গোটা পৃথিবীতেই মন্দার শিকার হয়েছিলেন বহু মানুষ। সেই সময় আর্থিক মন্দার শিকার হয়েছিলেন এরকম ৭০৭ জনের ওপর গবেষণা চালান বিজ্ঞানীরা। বেতন কমেছে আর বেতন কমেনি এরকম দু-দল মানুষের ওপর সমীক্ষা চালানো হয়। দেখা গিয়েছে মাইনে কমে যাওয়া মানুষরা সুস্থ ভাবে কাজ করার ক্ষমতা অনেকটাই হারিয়ে ফেলেছেন।
বেতন কমে যাওয়ার ফলে পড়ে গিয়েছে পারফমেন্স লেভেলও। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার ক্ষমতা কমে গিয়েছে এদের। এমনকি এদের এমআরআই করে দেখা গিয়েছে যে মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগও কমে গিয়েছে বেতন কমার ফলে।