রবিবার, ২৫ মে ২০২৫, ০১:১১ অপরাহ্ন

তুরাগে বিস্ফোরণ : নিহতের সংখ্যা বেড়ে ৬

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

স্বদেশ ডেস্ক:

রাজধানীর তুরাগে কামারপাড়া এলাকায় একটি রিকশার গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম মোঃ আল আমিন (৩০)।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ নিয়ে দগ্ধ আটজনের মধ্যে ছয়জনের মৃত্যু হলো। বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।

গত শনিবার (৬ আগস্ট) ওই গ্যারেজে বিস্ফোরণ হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানান, আহতদের শরীরের ৪৫-৯০ শতাংশ দগ্ধ হয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, উত্তরা কামারপাড়া এলাকাও ওই রিকশা গ্যারেজের পাশে ভাঙারির ব্যবসা রয়েছে। ওই দোকানে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে রিকশার গ্যারেজে থাকা আটজন গুরুতর আহত হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ